উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি কবে পাওয়া যাবে এই নিয়ে পরীক্ষার্থীদের মনে হাজার প্রশ্ন

when the schedule of higher secondary examination will be available




when the schedule of higher secondary examination will be available : করোনা এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। এই করোনার জেরে প্রায় নয় মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান । এই পরিস্থিতিতে ২০২০ সালের এই বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে না এরকমই নির্দেশ দিয়েছেন। পরীক্ষা না দিয়ে পরবর্তী শ্রেণীতে উর্ত্তীন্ন করানো হবে।


     কবে প্রকাশিত হবে আগামী বছরের পরীক্ষার সূচি এই নিয়ে সংসদের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে হাজার জল্পনা। করোনা পরিস্থিতিতে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।২০২১ অর্থাৎ আগামী বছর কবে পরীক্ষা হবে তা নিয়ে কোনোরকম সূচি এখনো চূড়ান্ত না হলেও প্রজেক্ট এর নম্বর নিয়ে প্রধান শিক্ষক শিক্ষিকাদের নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২১ সালে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের দেওয়া নন ল্যাব প্রজেক্ট নোটবুক খুব শীঘ্রই মূল্যায়ন করে সেগুলি নম্বর জমা করাতে হবে।এই নম্বরগুলো প্রধান শিক্ষক শিক্ষিকারা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় জমা করতে হবে। আগামী 22 শে জানুয়ারির মধ্যে তা জমা দিতে হবে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। করণা পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাদের প্রধান শিক্ষকের রোস্টার অনুযায়ী বিদ্যালয়ে যেতে হবে। বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলেও খোলা রয়েছে বিদ্যালয়। পড়ুয়াদের ছুটি থাকলেও ছুটি নেই  শিক্ষক- শিক্ষিকাদের । বিদ্যালয় খোলা থাকার কারণে চলছে প্রশাসনিক কাজকর্ম। 



     নন ল্যাব প্রজেক্ট এর সূচি এখনো প্রকাশ করতে পারেনি শিক্ষা পর্ষদ। 2021 সালের একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। পড়ুয়াদের ও শিক্ষক-শিক্ষিকার মনে একটাই প্রশ্ন উঠেছে যথাসময়ে বলতে ঠিক কোন সময়কে বোঝাচ্ছে সংসদ। কতদিন পর কবে প্রকাশিত হবে পরীক্ষার সূচি? দীর্ঘ বছর ধরে ফল প্রকাশের দিন পরবর্তী বছরের পরীক্ষার সূচি প্রকাশিত হয়ে এসেছে। এই দুই বছর পর প্রকাশের দিন পরীক্ষার সূচি প্রকাশ করা হয়নি। এই নিয়ে হাজার বিভ্রান্তির মধ্যে অনেকে। করোনার পরিস্থিতি জেরে পঠন পাঠনে হাজার সমস্যার মধ্যে পড়তে হয়েছে পড়ুয়াদের।আবার এখনো পরীক্ষার সূচি নিয়ে ধোঁয়াশার মধ্যে পড়ে আছে পড়ুয়ারা। 



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post