করোনার টিকা কিভাবে পাবেন দেখে নিন ?

corona vaccine latest update



corona vaccine latest update : করোনা এখন মানুষের জীবন সঙ্গী হয়ে উঠেছে। এই বছর অর্থাৎ ২০২০ সালে করোনা আমাদের নিত্যদিনের জীবনসঙ্গী হয়ে উঠেছে। যার জন্য মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বেড়েছে। অনেকে তাদের প্রিয় জনকে হারিয়েছি ।

     ইতিমধ্যে ভারত করোনা টিকা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি সাইটে প্রতিদিন মোট ১০০ জনকে এই টিকা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আরো একটি নির্দেশ জারি করা হয়েছে। সেখানে জানিয়েছেন যে, প্রতি সাইটে প্রতিদিন ১০০ জনকে করোনা টিকা দেওয়া উচিত কিন্তু পর্যাপ্ত সংস্থান থাকলে ২০০ জনকে টিকা দেওয়া যেতে পারে। আরো বলা হয়েছে ," কোন ক্ষেত্রে যদি 200 জনের বেশি লোককে একটি অধিবেশনের মধ্যে টিকা দেওয়া হয় তবে ৫ জনের একটি সম্পূর্ণ দলকে আলাদা ভাবে ( একটি ভ্যাকসিন অফিসার এবং চারজন ভ্যাকসিন অফিসার ) মোতায়েন করতে হবে।" টিকাটি দেওয়া জন্য তিনটি ঘর রাখতে হবে - ওয়েটিং রুম, টিকা ঘর এবং পর্যবেক্ষণ ঘর ।

      প্রথম পর্যায়ে ভ্যাকসিনট 30 কোটি মানুষের জন্য চিহ্নিত করা হয়েছে। যারা লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুত ভোটার তালিকার অন্তর্ভুক্ত এই তালিকার ভিত্তিতে 50 বছরের বেশি বয়সী লোকেদের চিহ্নিত করা হবে। তারপর এই রোগের বিস্তার এবং প্রাপ্যতার ভিত্তিতে মানুষের ব্যবহার এর জন্য covid19 ভ্যাকসিন দেওয়া হবে। সুবিধাভোগীদের Co- Win নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে ট্র্যাক করা হবে গোটা বিশ্বকে। এই প্লাটফর্ম এর সমস্ত তথ্য বাস্তব সময়ে আপডেট করা হবে।

     করোনা ভাইরাস ভ্যাকসিনটি প্রথমে ১ কোটি  স্বাস্থ্যসেবা কর্মীদের , তারপর ২ কোটি প্রথম সারির শ্রমিকদের এবং তারপর ২৬ কোটি ৫০ বছরের ওপরে মানুষদের দেওয়া হবে। তারপর ১ কোটি  ৫০ বছরের কম বয়সের যারা দীর্ঘস্থায়ী গুরুতর অসুস্থতা ভুগছেন তাদের জন্য ভ্যাকসিন দেওয়া হবে।




খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post