বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে ৭৫ লক্ষ বেকারের চাকরি

BJP promises it will create 75 lakh jobs if they come to power



BJP promises it will create 75 lakh jobs if they come to power : এবার বাংলায় নজর পড়লো বিজেপি গেরুয়া দলের। বেকারত্বই ছিল বিহার নির্বাচনে অন‍্যতম ইস‍্যু। এই বেকারত্বই বাংলা জয়ের পথেও এক অন‍্যতম প্রধান ইস‍্যু হতে চলেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তৃণমূল সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড। তৃণমূল নেতৃত্ব এই কার্ড নিয়ে খুশী হলেও, বিরোধী দল একপ্রকার চুল চেরা কান্ডে বসেছে। এই গেরুয়া দল অভিযোগ তুলেছে রাজ‍্যের কর্মসংস্থান নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি তৃণমূলের এই রিপোর্ট কার্ডে। আর তাই বেকারত্বকে হাতিয়ার করেই ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এই গেরুয়া দল। 

রবিবার হেস্টিংসে বিজেপির দফতরে বসে সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন, আগামী দুই মাসের মধ্যে রাজ‍্যের ৭৫ লক্ষ যুবক যুবতীর কাছে যুব মোর্চা পৌঁছে যাবে। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের কর্মসংস্থানের ব‍্যবস্থা করবে। রাজ‍্যের বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছনোর লক্ষ‍্য নিয়ে এগিয়ে চলেছে এই বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে কি, রাজ‍্যের বঞ্চিত বেকররা আবার নতুন করে স্বপ্ন দেখবে ? বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় জবাবে বলেন,
"রাজ‍্যের মানুষকে অবহিত করার জন্য আমরা এই প্রকল্পের সূচনা করতে চলেছি। তবে কখনই বলা সম্ভব নয় বিজেপি ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দেব। তবে সব সময় আমার তাদের পাশে থাকব।"

মুকুল রায় যায় বলুক, চাকরির প্রতিশ্রুতি নিয়ে অন্য সুর সৌমিত্র খাঁ-র গলায়। তাঁর দাবি, "আমাদের লক্ষ্য আর নয় অন‍্যায়, আর নয় বেকারত্ব। রাজ‍্যের ৭৫ লক্ষ যুবক যুবতীদের কাছে আমরা চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে পৌঁছে যাব। বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে চাকরি হবে। তা সরকারি হোক বা বেসরকারি।"

এই উদ্দেশ্যে ৭৮ হাজার বুথে ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীর নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হবে রাজ‍্যে ঠিক কতজন বেকার রয়েছে। এই সঙ্গে মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি যুবক যুবতীকে চাকরি দেওয়ার দাবি করেছেন। মুকুল রায় বলেন বিস্তর জলঘোলা আছে রাজ‍্যে টেট নিয়েও। এই সঙ্গে মূখ্যমন্ত্রী চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন সাড়ে ষোলো হাজার টেট উত্তীর্ণ প্রার্থীকে। আবার অন‍্যদিকে, বাইক কেনার জন্য ২ লক্ষ বেকার যুবককে ঋণ দেওয়ার কথাও বলা হয়েছে। সুপ চড়িয়ে সৌমিত্র খাঁ বলেন, 'হার্মাদ বাহিনী বৃদ্ধি করার জন্য এই বাইক দেবেন মূখ্যমন্ত্রী।'



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post