এইবছর আর স্কুল খুলবে না , জানিয়ে দিলো এই সরকার



school will closed till 31st dec announced Mijoram Govt



school will closed till 31st dec announced Mijoram Govt : করোনা পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল । কবে খুলবে এখনও কোনও দিশা নেই আমাদের রাজ্যে ।অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা অতিরিক্ত বাড়ায় মিজোরাম সরকার ৩১ শে ডিসেম্বর পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করে দিল । মিজোরাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে নতুন বছরে অফলাইনে ক্লাস শুরু করা হবে ।

 

একইসাথে আমাদের রাজ্যে যেমন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেবাষ ৩৫% কমিয়ে দেওয়া হয়েছে তেমনই মিজোরাম সরকারের তরফে ৩০% সিলেবাস কম করার কথা বলা হয়েছে । এর আগে এই সরকারের তরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু করা হয়েছিল , কিন্তু আটদিনের মাথায় ছাত্রছাত্রীরা আক্রান্ত হতে শুরু করে । যারফলে মাঝপথেই বন্ধ করে দিতে হয় ক্লাস ।

 

তাই এবার মিজোরাম সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে । রাজ্যের শিক্ষামন্ত্রী লালচন্দামা রালটে  জানিয়েছেন মোটামুটিভাবে আগামী বছর ১৫ ই জানুয়ারি নাগাদ নতুন করে স্কুল খোলার পরিকল্পনা করা হচ্ছে । যদিও এর মাঝে অনলাইন ক্লাস যথারীতি চলবে । এবছরের অনলাইন ক্লাস চলবে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত চলে স্কুল বন্ধ হয়ে যাবে । নতুন বছরের শুরুতে ৫ ই জানুয়ারি থেকে আবার অনলাইন ক্লাস শুরু  হবে ।

 

এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মিজোরামে রাত্রি কার্ফু জারি করা হয়েছে  । সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত এই কার্ফু চলবে । রবিবার সম্পূর্ণ বাজার বন্ধ রাখা হবে ।    



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post