দুর্গা পূজাতে দিদি হলেন কল্পতরু ! একাধিক ক্ষেত্রে অর্থসাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর




এবার পূজাতে একাধিক ক্ষেত্রে বাধানিষেধ আরোপিত হলেও দানের ক্ষেত্রে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । একাধিক ক্ষেত্রে বেতন বাড়ানোর সাথে সাথে সাথে অর্থসাহায্য ও ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই রাজ্য পুরোহিত কল্যান প্রকল্পে প্রতি মাসে ভাতা ও এবং যাদের বাড়ি নেই তাদের এক লক্ষ ২০ হাজার টাকা করে অর্থসাহায্য আজ কিছু পুরোহিতদের হাতে তুলে দেওয়া হল ।

এবছর পূজা কমিটিগূলি অর্থ কষ্টে ভুগছেন সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করলেন সরকারের তরফে প্রত্যেকে ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে । 

পূজা আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হল ছাড় । ফায়ার ব্রিগেড ফি এবছর নেওয়া হবে না । সিএসসি ৫০ % বিল মুকুব করা হবে । এবং রাজ্য বিদ্যুৎ এর ক্ষেত্রে ৫০ % ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । 


মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন রাজ্যে সরকারি কর্মচারিদের বেতন কাটা হয়েছে । কিন্তু বাংলায় এখনও তা করা হয়নি । তিনি জানিয়েছেন প্রচন্ড অর্থ কষ্ট থাকা সত্বেও তিনি বেশ কিছু ক্ষেত্রে বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন । তিনি জানিয়েছেন আশা কর্মি রা এই করোনা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুকি নিয়ে প্রায় ৩৬ কোটি বাড়িতে সার্ভে করেছেন । তাই তিনি তাদের ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন । 

সিভিক ভলান্টিয়ার দের জন্যেও মুখ্যমন্ত্রী আজ কল্পতরু হলেন । তাদেরও ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন । অঙ্গনয়ারি কর্মিদের জন্য ৩ লাখ টাকার রিটায়ারমেন্ট বেনিফিটের ঘোষণা করলেন । 


খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 










Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post