প্রত্যেক ক্লাবকে দেওয়া হবে ৫০ হাজার টাকা এবং অন্যান্য সাহায্য


Each club will be given Rs 50,000 in Durga Puja



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুর্গা পুজার আগে প্রশাসনিক মিটিং সারলেন নেতাজী ইনডোর স্টেডিয়াম । আর সেখানেই তিনি দরাজ হস্ত হলেন ক্লাবগুলির প্রতি । মুখ্যমন্ত্রী জানালেন তিনি অবগত আছেন এইবছর ক্লাবগুলির আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ । কোথাও কোথাও পূজা কিভাবে আয়োজিত হবে সেই নিয়েও রয়েছে চিন্তা ।

 

এরবাইরে করোনার কারনে সেভাবে বিজ্ঞাপনও পাওয়া যাবে না এবছর । তাই মুখ্যমন্ত্রী জানান তার সরকারের তরফে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা তিনি করছেন । এমনিতেই রাজ্যের কোষাগারের অবস্থা খুবই খারাপ । অন্য রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাটা হলেও এই রাজ্যে সরকারি কর্মচারীদের উপর এখনও পর্যন্ত কোপ পরেনি ।

 

এই সকল কথা উল্লেখ করে তিনি জানান এইবছর দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেক ক্লাবকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটা কোন দান নয় , এটা হল সাহায্য ।

 

এর বাইরেও বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করেছেন । যেমন এবারে পূজাতে ফায়ার ব্রিগেডের তরফে যে চার্জ নেওয়া হয় সেটি নেওয়া হবে না বলে জানিয়েছেন । সি ই এস সি এর ফিতে ৫০ % ছাড় দেওয়া হবে । এমনকি রাজ্য বিদ্যুৎ নিগমের বিলেও ৫০ % ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ।

 

যেসকল পূজা কমিটি দশ বছরের পুরনো অথচ এখনও অনুমতি পায়নি তাদের অনুমতি দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন এবারে শুধুমাত্র বিসর্জনটি অনাড়ম্বরভাবে করতে হবে । তবে তিনি আশ্বাস দিয়েছেন আগামি বছর দ্বিগুন আড়ম্বরের সাহায্যে কার্নিভালের আয়োজন করা হবে ।



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post