এবার কিভাবে হবে দুর্গাপূজা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী


Administrative coordination meeting at Netaji Indoor Stadium on the occasion of Durga Puja


খোলামেলা মণ্ডপ করুন । এটা এক্সপার্টরা বলছেন । সাইডে যদি ঢাকতে হয়  তাহলে ছাদ খোলা রাখুন । আর যদি ছাদ খোলা মানুষের ভিড়ে 


চক দিয়ে দাগ কেটে দিন । 


কিছু হ্যান্ড স্যানিতাইজার রাখুন 


কিছু মাস্ক রাখুন । 


ঢোকার সময় প্যান্ডেলে স্যানিটাইযার মাস্ক রাখুন । কেউ না পরে এলে ব্যাবস্থা করে দিন । 


বেশি সংখ্যক ভলান্টিয়ার রাখুন । অঞ্জলি প্রসাদ বিতরন , সিঁদুর খেলা । অঞ্জলির তিনতে সময় করুন । এবার সাধারণ মানুষকে অনুরোধ করবো ফুল বেলপাতা বাড়ি থেকে নিয়ে আসুন । আবাসনের বড় বড় পূজা গুলোকেও এগুল মেনে চলুন । আপনার সিঁদুর খেলুন দুতিনতে সময় করুন বা দু তিনতে জায়গা করুন । যাতে ভিড় এড়ানো যায় । 


বাতিল হল কার্নিভাল । পুজার সময় কালচারাল প্রগ্রাম করবেন না ।  যেকোন মুল্যে ভিড় এড়াতে হবে । 


 বিসর্জন যখন হবে আগে থেকে প্লানিং করবেন । খুব অল্প লোক মিলে বিসর্জন করতে হবে । ঘাটগুলিকে আগে থেকে পরিস্কার করে রাখতে হবে । 


কোভিড সঙ্ক্রান্ত হেল্পলাইন নাম্বার গুলো জেন ঠিকভাবে  কাজ করে । জনসাধারন পুলিশ সকলকে লক্ষ্য রাখতে হবে । পূজা অনুমতির জন্য একটিমাত্র অনলাইন ব্যবস্থা "আসান" অনলাইনেই করতে হবে । 


এবার ৩৭ হাজার ক্লাবে পূজা হচ্ছে । এছাড়াও আবাসনের পূজা । শুধু জ্ঞান দিলে তো হয়না , ত্রান ও দিতে হয় । 


ফায়ার ব্রিগেড কোন ফিজ নেবে না । সিএসসি ৫০ % ফ্রি । এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরও ৫০ % ফ্রি । অনেক পূজা কমিটি ১০ বছর হয়ে গেছে অনুমতি পায়নি । তাদের বিশেষভাবে দেখতে হবে । 


প্রত্যেক পূজা কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার । আর এর সাথে সাথে আশা অয়ার্কাররা প্রায় ৩৬  কোটি । 


আশার মেয়ের ১ হাজার টাকা করে বেতন বারান হল । সিভিক ভলান্টিয়ারদের ১০০০ টাকা বেতন বাড়ানো হল । অঙ্গনয়ারি দের ৩ লাখ টাকা রিতায়ারমেন্ত বেনিফিট দেওয়া হবে । 


 ৭১ হাজার হকার কে ২ হাজার টাকা করে দেওয়া হবে । 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post