করোনাও আছে কর্তব্যও আছে লোকসভার মনসুন সেশনের শুরুতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modis remarks at the start of Monsoon Session of Parliament
PM Modis remarks at the start of Monsoon Session of Parliament



PM Modis remarks at the start of Monsoon Session of Parliament : অবশেষে পার্লামেন্টের মনসুন সেশন শুরু হতে চলেছে । তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন । তিনি বললেন করোনার কারনে বাজেট সেশন সময়ের পূর্বেই বন্ধ করে দেওয়া হয়েছে । এবং মনসুন সেশনেও সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে । কিন্তু সেই সকল সমস্যা অতিক্রম করে সদনের সকল সদস্য সহমত হয়েছেন । 

নরেন্দ্র মোদী জানিয়েছেন সংসদে কোন বিষয়ে যত বেশি চর্চা হবে তত দেশের জন্য ভালো হবে । মনসুন সেশন ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে চলেছে । করোনার ফলে তৈরি যে পরিস্থিতি তাতে যে সতর্কতার কথা বলা হয়েছে সেই সতর্কতা পালন করতে হবে । তিনি আরও বলেছেন যতক্ষণ "জব তক দাবাই নেহি , তব তক ঢিলাই নেহি" ।

সীমান্তে বীর সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন দুর্গম পাহাড়ি অঞ্চলে এবং অন্য যেসকল জায়গায় বীর সেনা মাতৃভূমির রক্ষার্থে দিনরাত পাহাড়া দিচ্ছেন প্রত্যেক সাংসদ তাদের পাশে সবসবয় রয়েছেন জানিয়েছেন । সমগ্র দেশ এই বীর সেনাদের পেছনে আছে । মনসুন সেশনে এই বার্তায় দেবেন বলে জানিয়েছেন । 



  

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post