কবে থেকে শুরু হবে লোকাল ট্রেন ? জানালো রেল কতৃপক্ষ

Local Train will started soon





Local Train will started soon : মেট্রোর চাকা ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে । কিন্তু লোকাল ট্রেন পরিষেবা এখনও শুরু হয়নি । তবে রেল কতৃপক্ষ যে প্রস্তুত তা আগেই জানিয়েছে । করোনা ভাইরাসের কারনে মার্চ মাসের শেষ দিক থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন ।

আজ ২১ শে সেপ্টেম্বর ২০ জোড়া ট্রেন চলবে বলে আগেই রেল কতৃপক্ষ আগেই জানিয়েছে । গত ১৯ সেপ্টেম্বর থেকে টিকিট বুকিং শুরু হয়েছে । রেল কতৃপক্ষের তরফে জানানো হয়েছে রাজ্য সরকার প্রস্তুত থাকলেই লোকাল ট্রেন । গত বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন “আমরা প্রস্তুত । রাজ্য সরকার লোকাল ট্রেন চালু করার অনুরোধ রাখলেই আমরা শুরু করে দেব ।”

 

এদিকে জানা যাচ্ছে লোকাল ট্রেন শুরু হলেও খোলা হবে না টিকিট কাউন্টার । ভিড় এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে । মেট্রো রেলের পরিকাঠামো লোকাল ট্রেনের অপেক্ষা অনেক ভালো হওয়ায় তা শুরু করতে খুব একটা সমস্যা হয়নি । কিন্তু লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে একটু বেশিই ভাবতে হবে ।

 

টিকিট কাউণ্টার খোলা না হলে কিভাবে হবে টিকিট বুকিং ? জানা যাচ্ছে রেলের যে ইউ টি এস অ্যাপ রয়েছে তার মাধ্যমেই হবে তার মাধ্যমেই হবে টিকিট বুকিং । স্মার্ট ফোন থাকলেই টিকিট বুকিং করা যাবে । এছারাও কিভাবে স্পর্শ এড়িয়ে টিকিট চেকিং করা যাবে ? কিভাবেই বা রেল যাত্রীদের প্রবেশ প্রস্থান করানো হবে ? সেনিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা ।

 

এখনও ঘোষণা না হলেও খুব শীঘ্রই যে লোকাল ট্রেনের চাকাও গড়াতে শুরু করবে তা খূব স্পষ্ট । এখন শুধু অপেক্ষা কবে এই ঘোষণা করা হচ্ছে ।  



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post