ব্রেকিংঃ মাধ্যমিকের ফলপ্রকাশ আগামীকাল , দেখুন আপনার রেজাল্ট

wb madhyamik result published check wbbse official website


wb madhyamik result published check wbbse official website : অবশেষে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল । জানা যাচ্ছে আগামীকাল ১৫ ই জুলাই সকাল ১০ টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে । অনলাইনেই ছাত্রছাত্রীরা তাদের ফলাফল দেখতে পাবেন ।

এবছর করোনা মহামারি এবং দেশজুড়ে লকডাউনের কারণে মাধ্যমিকের ফলপ্রকাশ করতে দেরি হয়ে গেল । গত ২২ শে ফেব্রুয়ারি মাধ্যমিকের পরীক্ষা সমাপ্ত হয়েছে । সারা রাজ্যে প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ।

প্রতিবছর মাধ্যমিক ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই মার্কশিট বিতরন করা হয়ে থাকে । কিন্ত এবছর করোনা মহামারীর কারণে অনলাইনেই মার্কশিট দেওয়া হবে । কবে স্কুল থেকে দেওয়া হবে সেবিসয়ে আগামীকাল বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে । 

তবে জানা যাচ্ছে এবছর ছাত্রছাত্রীদের স্কুলে মার্কশিট সংগ্রহ করতে আসতে হবে না  । যেভাবে মিড ডে মিল অভিভাবকরা সংগ্রহ করে থাকেন সেইভাবেই অভিভাবকরা ছাত্র ছাত্রীর উপযুক্ত প্রমান নিয়ে গেলে মার্কশিট পেয়ে যাবেন । 

মুখ্যমন্ত্রী আজ ফোনে আলাপন বন্দ্যপাধ্যায় মাধ্যমিকের দিনক্ষন জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি জানিয়েছেন আগামিকাল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল । তিনি সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন । এবং আগামী ১৭ ই জুলাই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । বিস্তারিত সংসদের তরফে জানানো হবে ।


মাধ্যমিক ২০২০ ফলাফল কিভাবে দেখবেন ?

নিচের দেওয়া ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে -

https://wbbse.org
https://wbresults.nic.in

এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকেও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন । মাধ্যমিকের ফলাফল দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন  

CLICK HERE - Madhyamik Result 2020 

 ১. প্রথমে উপরের দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন ।
২. এরপর সব থেকে উপরের লিঙ্কে ক্লিক করুন যেখানে লেখা আছে "

  West Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination 2020Results published on July, 2020 Friday at 10 AM



৩. এরপর নির্দিস্ট ঘরে নিজের রোল  ও নাম্বার এবং জন্ম তারিখ  প্রদান করুন  । জন্মতারিখ (dd/mm/yyyy) ফরম্যাটে দেবেন । ধরা গেল কারো জন্মতারিখ ২৭ আগস্ট ২০০৫ হয়ে থাকে তাহলে জন্ম তারিখের ঘরে 27/08/2005 লিখবেন ।

৪. এরপর "SUBMIT" বোতামে ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখা যাবে ।

মাধ্যমিক ফলাফল ২০২০ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন -

CLICK HERE - Madhyamik Result 2020 




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post