তরতাজা শিক্ষিকা বলি হল করোনার , একরাশ স্বপ্ন হারিয়ে গেল অচিরেই


School teacher died by corona virus in west bengal


বুকে ছিল একরাশ স্বপ্ন শিক্ষক হবেন । সেই স্বপ্নে সফল হয়েছিলেন তিনি । বয়স মাত্র ৩৪ । এবার করোনার বলি এক শিক্ষিকা সৌমী সাহা । চন্দননগরের বাসিন্দা সৌমি সাহার গত ২ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । দুই পরিবারের সব সুখ মুছে দিলো মারন ভাইরাস করোনা ।


সৌমী সাহা পোলবার কাশ্বারা প্রাথমিক  স্কুলের শিক্ষিকা ছিলেন । গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন । জানা যাচ্ছে তাঁর বাবাও করোনা পজিটিভ ছিলেন । শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় কয়েকদিন ধরেই হোম আইসলেশনে ছিলেন । শ্বাসকষ্টের সমস্যা বাড়াই তাঁকে ভর্তি করা হয় ব্যান্ডেলের  ইএসআই হাসপাতালে । আজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ সেখানেই মৃত্যু হয় তার ।



এর আগে গতকালই চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় করোনা আক্রান্ত হয়ে প্রান হারিয়েছিলেন । ডানকুনিতে আসা পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব একা হাতে সামলেছিলেন দেবদত্তা । কিন্তু করোনার করাল থাবা তাঁর জনসেবাতে ইতি টানলো । আর তারপর আজকে আবার এক শিক্ষিকার মৃত্যু । 



এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু বয়স্ক কেন যুবকরাও কি সুরক্ষিত এই মারন ভাইরাস থেকে ?

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post