বিরাট ঘোষণাঃ ভারতীয় রেলকে করা হবে সবুজ রেলওয়ে 


Indian Railway Will transformed Green Railway by 2030



Indian Railway Will transformed Green Railway by 2030 : রেলমন্ত্রক ভারতীয় রেলকে সবুজ রেলওয়েতে পরিণত করার লক্ষ্যে এগিয়ে চলেছে । রেলমন্ত্রকের তরফে আজ সোমবার ১৩ ই জুলাই সেই মর্মে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে ভারতীয় রেলকে আগামী ২০৩০ সালের মধ্যে সবুজ রেলওয়ে বা গ্রিন রেলওয়েতে পরিণত করা হবে । 


বর্তমানে বিশ্বের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল কার্বন নির্গমন আটকানো । এই কার্বন নির্গমনের কারনেই সারা বিশ্বে গ্লোবাল অয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন দেখা দিচ্ছে । সেই কারণে ভারতীয় রেল একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে । আগামী ২০৩০ সালের মধ্যে ভারতীয় রেল কার্বন নির্গমন শূন্য শতাংশে নিয়ে আসার লক্ষ্য স্থির করা হয়েছে । 



কিন্তু কিভাবে সম্ভব এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবে রুপায়ন করা ? এর জন্য প্রয়োজন জীবাশ্ম জ্বালানীর ব্যবহার শূন্যতে নিয়ে আসতে হবে এবং ব্যবহার করতে হবে পুনর্ভব শক্তিসম্পদের । বায়ুশক্তি , সৌরশক্তিতে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে ।এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে ভারতীয় রেল ।


 
আজকের যে নোটিফিকেশন সেখানে বলা হয়েছে ভারতীয় রেল তাঁর ৬৩ শতাংশ অংশে ইলেক্ট্রিফিকেশন সম্পন্ন করা হয়েছে । ৪০ হাজার কিমি রেলপথকে ইতিমধ্যেই ইলেক্ট্রিফিকেশন করা হয়েছে । যার মধ্যে ১৮৬০৫ কিমি রেলপথ ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে করা হয়েছে । যেখানে ২০০৯-২০১৪ সালে মাত্র ৩৮৩৫ কিমি বিদ্যুতিকরন করা হয়েছিল । এমনকি করোনা পরিস্থিতিতেও প্রায় ৩৬৫ কিমি ইলেক্ট্রিফিকেশন করা হয়েছে । এবং রেলওয়ের আরও একটি বড় ঘোষণা হল আগামী ২০২৩ সালের মধ্যে সমস্ত ব্রডগেজ রেলপথকে বিদ্যুতিকরন করে দেওয়া হবে ।


ভারতীয় রেলকে সবুজ রেলপথে পরিণত করার জন্য দ্বিতীয় বড় পদক্ষেপ হল সৌরবিদ্যুৎ এবং বায়ু শক্তির ব্যবহার অভূতপূর্ব হবে বাড়ানো হচ্ছে । এই মর্মে প্রায় ৯০০ রেলষ্টেশনে বিভিন্ন বিল্ডিংগুলিতে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উতপন্ন করা হচ্ছে । এছাড়াও আরও ৪০০ মেগা ওয়াট সৌরবিদ্যুৎ এর প্যানেল তাঁর সম্পন্ন হওয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে । 



ভারতীয় রেলের প্রায় ৫১ হাজার হেক্টর জমিকে সৌর প্লান্ট তৈরির জন্য কাজে লাগানো  হবে । যার মধ্যে ১.৭ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্নকারী একটি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে । বায়ুশক্তির ক্ষেত্রে ১০৩ মেগাওয়াট বায়ু শক্তি উতপন্ন কারী কেন্দ্র ইতিমধ্যেই চালু করা হয়েছে । এবং আগামী ২ বছরের মধ্যেই আর ও ২০০ মেগাওয়াট বায়ূবিদ্যুৎ উৎপন্নকারী কেন্দ্র চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে ।



সবুজ রেলওয়ে হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আরও কয়েকটি বড় পদক্ষেপ হল প্রায় ৬৯ হাজার রেলওয়ের কামরাতে ২ লক্ষ ৪৪ হাজার পরিবেশবান্ধব বাথরুম তৈরি করা হয়েছে । রেলওয়ের সর্বক্ষেত্রে  তথা ১০০ শতাংশ এলইডি এর ব্যবহার করা হচ্ছে । ৫০৫ জোড়া ট্রেনে হেড অফ জেনারেশন প্রযুক্তির ব্যবহার করে প্রতিবছর ৪৫০ কোটি টাকা মত খরচ কমানো সম্ভব হয়েছে  । 



রেলমন্ত্রক জানিয়েছে তাদের লক্ষ্য হল আগামী ২০৩০ সালের মধ্যে ভারতীয় রেলে কার্বন নির্গমন শূন্যতে নিয়ে আসা । তথা সবুজ রেলওয়েতে পরিণত করা ।


এবিষয়ে আপনার মতামত জানাতে নীচে কমেন্ট করুন ।



Click here to Download



Click here to Download


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post