রাজ্যে বেকারত্বের হার দেশের তুলনায় অনেক কম
West Bengals Unemployment Rate for the month of June 2020 which far better than that of India Says cm mamata banerjee : দেশজুড়ে করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্য তাদের মত করে পদক্ষেপ নিচ্ছে । যেখানে দেশ শুধু করোনার মোকাবিলা করছে সেখানে পশ্চিমবঙ্গকে দ্বিমুখী আক্রমনের সম্মুখিন হতে হয়েছে । একদিকে করোনা , অন্যদিকে আম্ফান । বিরোধীরা বলছে এই দ্বিমুখী আক্রমনে পশ্চিমবঙ্গ বিধ্বস্ত । যদিও সরকারপক্ষ এসব মানতে নারাজ ।
আর এবার সরকার করোনা এবং আম্ফান এই দ্বিমুখী আক্রমন সরকার যে শক্ত হাতে দমন করছে তা নিয়ে তথ্য তুলে ধরলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।
তিনি জানিয়েছেন রাজ্য করোনা এবং আম্ফান মোকাবিলায় যে নিখুঁত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাঁর ফল রাজ্য বাসি পাচ্ছে । এবিষয়ে তিনি তথ্য তুলে ধরেছেন রাজ্যে বেকারত্বের হার নিয়ে । তিনি বলেছে রাজ্যে জুন ২০২০ অনুসারে বেকারত্বের হার ৬.৫ % । যা দেশের বেকারত্বের হার ১১ % এর তুলনায় অনেক কম । এমনকি এবিষয়ে তিনি উত্তরপ্রদেশের বেকারত্বের হারও তুলে ধরেছেন । যেখানে তিনি CMIE রিপোর্টের কথা তুলে ধরে বলেছেন উত্তরপ্রদেশের বেকারত্বের হার ৯.৬ % এবং হারিয়ানার বেকারত্বের হার ৩৩.৬ % ।
We've implemented a robust economic strategy to tackle #COVID19 & the devastation caused by Amphan. Proof lies in West Bengal's Unemployment Rate for the month of June 2020 which stands at 6.5%, far better than that of India at 11%, UP at 9.6% & Haryana at 33.6%, as per CMIE.
— Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2020
যদিও মমতা ব্যানার্জির এই কথা বিশ্বাস করতে নারাজ বিজেপি নেতা রাহুল সিনহা । তিনি ১৮০ ডিগ্রি ঘুরে বলেছেন রাজ্য বেকারত্বের হারে ভারতে একনম্বরে রয়েছে । তিনি বলেছেন ৬.৫ % বেকার এটা নতুন হাসির খোরাক । এবিষয়ে তিনি বলেছেন সব কলকারখানা রাজ্য থেকে চলে গিয়েছে । এইকারনে একটাও নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র না করেও আজ রাজ্য বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত থাকে । তিনি আরও বলেছেন ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে ভিনরাজ্যে গিয়েছে কাজের খোঁজে ।
এবিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করুন
বিজেপি নেতা রাহুল সিনহা মমতার টুইটের উত্তর দিলেন ভিডিওতে
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন