ফের বলিউডে নক্ষত্রপতন , মারা গেলেন বিখ্যাত অভিনেতা জগদীপ
Legendary actor Jagdeep dies at 81 : বিখ্যাত অভিনেতা জগদীপ চিরতরে ছেড়ে চলে গেলেন । বলিউডে ইন্দ্রপতন হল আরও এক অভিনেতার । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ।
শোলে সিনেমায় তাঁর অভিনীত চরিত্র চিরস্মরণীয় হয়ে থাকবে । শোলে সিনেমায় তাঁর বলা সেই ডায়লগ "মেরা নাম সুরমা ভোপালি আয়সে হি নেহি হ্যায়" কিংবদন্তী করে রাখবে তাঁকে । এই সিনেমায় তাঁর অভিনীত সুরমা ভোপালির চরিত্র মানুষ কোনদিনই ভুলবে না ।
একের পর এক ইন্দ্রপতন ঘটেই চলেছে । গত তিনমাসে পাঁচ জন বলিউড তারকা মারা গেলেন । যার শুরু হয়েছিল ঋষি কাপুরকে দিয়ে । তারপর একের পর এক ইরফান খান , সুসান্ত সিং রাঠৌর , এবং সরোজ খান । এবং সবশেষে জগদীপ সাহেব ।
শোলে ছাড়াও আন্দাজ আপনা আপনা , পুরানা মন্দির প্রভৃতি সিনেমায় তাঁর অভিনয় মানুষকে মুগ্ধ করেছেন এবং মানুষকে হাস্যরসের আনন্দ দিয়েছে । আজ বুধবার ৮.৩০ মিনিটে বান্দ্রার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তিনি বয়স্ক জনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ।
চলচ্চিত্র জগত তাঁর মৃত্যুতে গভীর শোকাহত । অজয় দেবগন লিখেছেন খবরটি খুবই দুঃখের । জগদীপ এমন একটি নাম যিনি সবসময় অন স্ক্রিনে মানুষকে হাসিয়েছেন । তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন