বাংলা আবাস যোজনার টাকা কারা পাবেন দেখে নিন ? আপনি কি পাবেন ?
Bangla-Awas-Yojana-2021 : বাংলা আবাস যোজনা ( B.A.Y ) এই প্রকল্প টি সা ধারণ গরিব মানুষদের জন্য। যেসব মানুষের ঘরবাড়ি নেই বা কাঁচা বাড়ি আছে এই যোজনা টি তাদের জন্য।
কিন্তু অনেক সময় দেখা যায় যাদের পাকা বাড়ি আছে সেই সব মানুষকেও এই বাড়ি তৈরীর টাকাটি দেওয়া হয়। অনেক ব্লক বা পঞ্চায়েত কর্মীদের মনেও এই প্রশ্নটি উঠে আসে , যাদের পাকা বাড়ি আছে তাদেরকে কেন এই বাড়ি তৈরি টাকা দেওয়া হচ্ছে।
এই যোজনার জন্য কারা কারা যোগ্য এই প্রশ্নটিই অনেকের মনে উঠে আসছে। মহুয়া মৈত্র জানিয়েছেন সংসদের কাছ থেকে আমরা যেটুকু জানতে পারছি, এখন যাদের B.A.Y তালিকায় নাম এসেছে বা ঘর পাচ্ছে এই সার্ভে টি হয়েছিল ২০১১-২০১২ সালে । আজকে যার বা যে ব্যক্তিটির নাম এসেছে তার হইতো ২০১১-২০১২ সালে আর্থিক অবস্থা ভালো ছিলো না। তাই তখন তার কাঁচা বাড়ি ছিল কিন্তু এখন আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে তিনি এখন পাকা বাড়ি তৈরি করেছেন।
২০১১-২০১১ সাল থেকে অর্থাৎ এই ৭-৮ বছর সার্বিক আর্থিক উন্নয়ন ঘটার ফলে অনেক মানুষই কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি তৈরি করেছেন। এই মানুষগুলির তখন কাঁচা বাড়ি থাকার কারণে B.A.Y তালিকায় নাম এসেছে। সুতরাং এই মানুষগুলির পঞ্চায়েতের বাইরে B.A.Y তালিকায় নাম থাকতেই পারে। কিন্তু যার পাকা বাড়ি আছে সে কখনোই এই B.A.Y যোজনার টাকা পাবেননা।
এই বাংলা আবাস যোজনায় অনেক রকম নিয়ম আছে, একটা যাচাই করারও ব্যাপার আছে । প্রত্যেক পঞ্চায়েতের সহায়ক যাদের নাম আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখবে তারা কি সত্যি এই টাকাটি পাওয়ার যোগ্য কিনা । যদি তাদের পাকা বাড়ি থাকে তাহলে তাদের নাম কাটা যাবে। অনেক সময় verification এর প্রবলেম হয়। তখন আজকের দিনে যাদের পাকা বাড়ি আছে তাদেরও একাউন্টে টাকা ঢুকে যায়।
মহুয়া মৈত্র আরও বলেছেন এরকম ভাবে যাতে কারোর একাউন্টে টাকা না ঢোকে সেটা সব মানুষ কে দেখতে হবে । এটা শুধু পঞ্চায়েত কর্মীদের উপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেকটি পঞ্চায়েত এ B.A.Y এর লিস্ট থাকে। এই লিস্ট এ আপনারা যদি কখনো কোনো পাকা বাড়ি আছে এরকম কোন ব্যক্তির নাম দেখেন তাহলে তখন আপনারা একটি লিখিত অভিযোগ জানাতে পারেন ব্লকে। সরকার টাকা পাঠাচ্ছে, এই টাকাটি যাতে যোগ্য মানুষ এর কাছে পৌঁছায় সেটার দায়িত্ব আমাদের সবাই কে নিতে হবে। এই ব্যাপার এ আমাদের সবাইকে একটু নজর রাখতে হবে।
ভিডিওতে দেখুন কি বললেন মহুয়া মৈত্র
খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Ami apply koreo gar paini
ReplyDeleteAmi gar paini
ReplyDeleteবাংলা আবাস যোজনা সার্ভে করা হোক।
ReplyDeleteযাদের পাকা বাড়ি আছে, তাদের কে পুনরায় পাকা বাড়ি তৈরি করার টাকা দেওয়া হচ্ছে।
বীরভূম জেলার রামপুরহাট ১ নং ব্লক এবং রামপুরহাট ২ নং ব্লকে এই বাংলা আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি।
যোগ্য ব্যক্তিরা বাড়ি পাচ্ছেন না, অযোগ্য ব্যাক্তিরা পাচ্ছেন।
পুনরায় তদন্ত করার অনুরোধ জানাচ্ছি।
🙏
লাবণ্য কুমার রায়
স্বেচছাসেবক
গ্রাম + পোস্ট : কালুহা, থানা : মারগ্রাম, জেলা : বীরভূম।
মোঃ ৮৯৬৭৫৬৭৬৮৪
বাংলা আবাস যোজনা তে আমার নাম আছে কিনা, বা কত নাম্বারে আছে জানবো কী ভাবে
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন