বিগ ব্রেকিংঃ অমিতাভ বচ্চন করোনা পজিটিভ , অবস্থা স্থিতিশীল
Amitabh Bachchan coronavirus positive is stable with mild symptoms says hospital





Amitabh Bachchan coronavirus positive is stable with mild symptoms says hospital : এই মুহুর্তের সব থেকে বড় খবর লেজেন্ড অভিনেতা অমিতাভ বচ্চন করোনা পজিটিভ । সাথে তাঁর সন্তান অভিষেকও করোনা আক্রান্ত । গত শনিবার প্রথম এই খবর জানা যায় । এবিষয়ে স্বয়ং অমিতাভ বচ্চন টুইট করে জানান যে তিনি করোনা পজিটিভ । এবং একইসাথে তিনি সকলকে অনুরোধ করেছেন গত দশদিনের মধ্যে যারা তাঁর সরাসরি যোগাযোগে এসেছিলেন তারাও যেন কোভিড টেস্ট করে নেন ।



তাঁর টুইটের পর তাঁর সন্তান অভিষেক বচ্চনও টুইট করে জানান তিনিও করোনা পজিটিভ । তিনি সকল ফ্যানদের শান্ত থাকার  অনুরোধ করেছেন এবং চিন্তা করতে মানা করেছেন ।   বচ্চন পরিবারের বাকি সদস্য জয়া বচ্চন , ঐশ্বর্য রাই বচ্চনের কোভিড টেস্টের রিপোর্ট আজ জানা যাবে । 

অমিতাভ বচ্চন করোনা পজিটিভ হওয়ার পর মুম্বাই নভরাত্রি সুপার স্পেশালিটি হসপিটালের আইসলেশন বিভাগে ভর্তি রয়েছেন । এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । করোনার সামান্য লক্ষন তার মধ্যে রয়েছে । 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post