মাধ্যমিক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর তিনটি বার্তা


Edu Minister Partha Chatterjee Addressed three messages to the secondary students



Edu Minister Partha Chatterjee Addressed three messages to the secondary students : মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত গত বুধবার । মাধ্যমিক ফলপ্রকাশের পর শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন । এবং সাথে তিনটি বার্তা দিয়েছেন । সেই তিনটি বার্তা কি ?



প্রথমে , তিনি জানিয়েছেন যেসকল ছাত্র ছাত্রীরা একাদশ শ্রেণিতে নিজের স্কুলেই ভর্তি হতে চাইছেন , তাদের ভর্তির সময়সীমা জানানো হয়েছে । তারা আগামী ১  ই লা আগস্ট ২০২০ থেকে ১০ ই আগস্ট ২০২০ তারিখের মধ্যে নিজের বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন । 


দ্বিতীয়ত , যেসকল ছাত্র ছাত্রী একাদশ শ্রেণীর জন্যে নিজ স্কুলের বদলে অন্য কোন স্কুলে ভর্তি হতে চান তাদের জন্য আলাদা সময় সীমা দেওয়া হয়েছে । তারা চাইলে ১১ ই আগস্ট ২০২০ থেকে ৩১ শে আগস্ট ২০২০ এর মধ্যে ভর্তি হতে পারবেন । 


তৃতীয়ত , ছাত্র ছাত্রীদের সুরক্ষার্থে মাধ্যমিকের শংসাপত্র ও মার্কশিট নিজ স্কুল থেকে কেবলমাত্র অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে । আগামী ২২ শে জুলাই ২০২০ এবং ২৩ শে জুলাই ২০২০ তারিখে এই মার্কশিট ও শংসাপত্র বিতরন করা হবে । 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post