বেসরকারি বিদ্যালয়ের স্কুল ফি বৃদ্ধি নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের
wb govt send letter to cbse cisce against increse school fee by private schools : এর আগে বেশ কয়েকবার ভিডিও কনফারেন্স করে বেসরকারি স্কুলগুলির কাছে স্কুল ফি বৃদ্ধি না করার অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রী ।
এই অবস্থায় স্কুল ফি বাড়ানোর ব্যাপারে রাজ্য সরকার CBSC , CISCE কে চিঠি পাঠাল রাজ্য সরকার । শিক্ষামন্ত্রী প্রথমে বেসরকারি স্কুলগুলির কাছে অনুরোধ করলেও পরবর্তীকালে একরকম ধমকেই সুরেই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী স্কুল ফি না বাড়ানোর কথা বলেন । কিন্ত তাতেও যে সমস্যা মেটেনি তা আজকের ঘটনায় স্পষ্ট ।
রাজ্য সরকারের তরফে CBSC এবং CISCE বোর্ডকে চিঠি দেওয়া হল । যাতে তারা স্কুল ফি ব্রিদ্ধির বিষয়টি বিবেচনার সাথে দেখেন । করোনার কারণে দেশে লকডাউন জারি হওয়ার পর থেকেই মানুষের আয় কমেছে । কিন্তু অভিযোগ এই কঠিন পরিস্থিতিতেও বেসরকারি স্কুলগুলি তাদের ফি বাড়িয়ে চলেছে ।
এছাড়াও অভিযোগ স্কুল বন্ধ রয়েছে কিন্ত তা সত্বেও কম্পিউটার ফি , উন্নয়ন ফি , পরিবহন ফি নেওয়া হচ্ছে । এবিষয়ে শিক্ষামন্ত্রী আগেই বেসরকারি স্কুলগুলির কাছে অনুরোধ করেছিলেন বেসরকারি স্কুলগুলি যেন শুধুমাত্র টিউশন ফি নেয় । অন্যান্য ফি এবছরে যেন না নেওয়া হয় । এবং এটাও অনুরোধ যেন কোনভাবেই স্কুল ফি না বাড়ানো হয় ।
বেসরকারি স্কুল ফি বৃদ্ধির বিষয়টি যে শুধুমাত্র রাজ্যের সমস্যা তা নয় । সারা দেশজুরে এইসমস্যা চলছে । দিল্লিতেও এই নিয়ে অভিভাবকদের আন্দোলনও চলছে । অন্যদিকে কলকাতার বিভিন্ন স্কুলের অভিভাবকরা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন । অনেকক্ষেত্রেই বিক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে পুলিশ নামাতে হয়েছে ।
ত্রিপুরায় আজ সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন রাজ্যে ৩০০ এর কাছাকাছি বেসরকারি স্কুল আছে । এই করোনা পরিস্থিতিতে যদি কোন স্কুল যদি ফি বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্তা নেওয়া হবে ।
কিন্তু এত কিছুর পরেও দেখা গেছে কয়েকটি স্কুল ফি কমালেও বেশিরভাগ স্কুলের কোন পরিবর্তন হয়নি । কিছু স্কুল তো প্রকাশ্যেই বলেছে স্কুল ফি কম নিলে স্কুল বন্ধ করে দিতে হবে । এরফলে অভিভাবকদের মধ্যে দানা বেঁধেছে ক্ষোভের ।
আর সেই ক্ষোভ প্রশমনেই এবার রাজ্য সরকারের তরফ থেকে স্কুল ফি বৃদ্ধির বিষয়ে CBSE এবং CISCE বোর্ডকে গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে । যাতে CBSE এবং CISCE বোর্ড স্কুল ফি বৃদ্ধির বিষয়ে তাদের অনুমোদিত বিদ্যালয়গুলির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয় ।
এবিষয়ে আপনার মতামত জানাতে নীচে কমেন্ট করুন
স্কুল ফি বৃদ্ধির বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কি বললেন ভিডিওতে দেখুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন