চিনের পণ্য বয়কটের পক্ষে পোস্ট করার জন্য AMUL কোম্পানির আকাউন্ট বন্ধ করলো টুইটার
twitter temporarily deactivates amuls official account over exit the dragon post : চিনের দ্রব্য বয়কট দেশে এখন এমনই একটি সেন্টিমেন্ট চলছে । আর এর মাঝেই দেশের বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা বয়কট চিনের পক্ষে টুইটারে একটি পোস্ট করে । এবং এর পরেই আমূলের টুইটার আকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় ।
এর আগেও এধরণের অনেক ঘটনা ঘটেছে যেখানে চিনের বিপক্ষে কিছু বলার ফলে তাদের আকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ।
প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দেওয়া পোড় থেকেই দেশে চিনের দ্রব্য বয়কটের হিড়িক পড়ে গেছে । শুধু পণ্য নয় মোবাইল থেকে চাইনা অ্যাপগুলিকেও দেশের মানুষ একের পর আনইনস্টল করতে শুরু করেছে ।
এই বিরোধিতার জেরে টিকটক নামক চাইনা অ্যাপটির রেটিং ১ এ নামিয়ে দেয় দেশের মানুষ । যদিও পরবর্তীকালে প্লে স্টোর এই নেগেটিভ রেটিং গুলিকে মুছে । যা আবারো প্রমান করে এই সব অ্যাপগুলিও চাইনার পক্ষ নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে । তাই দেশে নতুন শ্লোগান উঠতে শুরু করেছে দেশের নিজস্ব সোশ্যাল সাইট অ্যাপ তৈরির । অনেকে টুইটারেই টুইট করেছেন ব্লক টুইটার বলে ।
আমুল গত ৩ জুন চিনের দ্রব্য বয়কট এর পক্ষে একটি পোস্ট টুইট করে । যেখানে দেখা যায় আমুল গার্ল যার উপরে লেখা আছে "EXIT THE DRAGON ?" । সাথে একটি ড্রাগনের ছবি যার পেছণে টিকটক অ্যাপটিকে দেখা যাচ্ছে । আর এরপরেই ৪ জুন আমূলের আকাউন্টটিকে বন্ধ করে দেয় টুইটার ।
প্রথমে আমূলের এমডি জানিয়েছিল এর কারন সম্বন্ধে টুইটারকে জানতে চাওয়া হলে তারা কোন উত্তর দেয়নি । যদিও আজ ৬ ই জুন শনিবার আর R S SODHI ( AMUL এর ম্যানেজিং ডাইরেক্টর ) টুইট করে জানিয়েছে টুইটার ইন্ডিয়ার এম ডি মহেশ মাহেশ্বরি তাকে কল করে জানিয়েছে আমূলের আকাউন্টটি ব্লক করার পেছনে চিন বিরোধী পোস্ট টি দায়ি নয় । এটি টেকনিক্যাল কারনে ঘটেছিল ।
বর্তমানে এই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে এবং আবারও আমূলের টুইটার আকাউন্টটিকে সচল করে দেওয়া হয়েছে । এরপরেও একটি প্রশ্ন তো উঠছেই আপনার কি মনে হয়না দেশের একটি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থাকা দরকার ? কমেন্টে জানান ?
Had a call from Shari Manish Maheshwari MD Twitter India ,clarifying the issue that the account was blocked due to technical reasons and not in relation to the content published. @Amul_Coop @TwitterIndia
— R S Sodhi (@Rssamul) June 6, 2020
Yes
ReplyDeleteYes, we must have..
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন