বাড়িতে বসেই নিজের
জন্য প্রাকৃতিক টুথপেস্ট বানিয়ে ফেলুন
Make natural toothpaste at home : প্রাকৃতিক উপায়ে
তৈরি জিনিসের কোন বিকল্প হতে পারে না । প্রথমত এর খরচ কম , দ্বিতীয়ত এর কোন পার্শ্ব
প্রতিক্রিয়া থাকে না । আমরা একটু চেষ্টা করলেই বাড়িতে থাকা দ্রব্য দিয়েই তৈরি করে ফেলতে
পারি নতুন কোন প্রডাক্ট । যা হবে সম্পূর্ণ প্রাকৃতিক এবং যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া
থাকবে না ।
প্রাকৃতিক টুথপেস্ট
তৈরি করতে কি কি জিনিস লাগবে ?
চলুন আজ আমরা
শিখবো কিভাবে বাড়িতে বসেই প্রাকৃতিক টুথপেস্ট তৈরি করা যায় ? এর জন্য আপনার তিনটি জিনিস
লাগবে যা আপনার ঘরেই মজুত থাকে সবসময় ।
১. বেকিং সোডা
২. নারকেল তেল
৩. পেপারমিণ্ট
ওয়েল
1 . প্রথমে দুচামচ
বেকিং সোডা নিন…
2. এরপরে তার সাথে
২ চামচ নারকেল তেল মেশান
3. এর সাথে ১০ ফোঁটা
পেপারমিন্ট ওয়েল মেশান । আপনি আপনার প্রয়োজনমত প্রত্যেকটি উপাদানকে আনুপাতিক হারে বাড়াতে
পারেন ।
4. এরপর এটিকে ছোট্ট
বোতলে সংরক্ষিত করুণ । আপনার টুথপেস্ট ব্যবহারের জন্য তৈরি যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং
পার্শ্ব প্রতিক্রিয়াহীন ।
Eco Tips 10 pic.twitter.com/QNH7J8nGWL
— Easy Eco Tips (@Sucesspictures) June 6, 2020
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন