মাধ্যমিকের ফলাফল এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Edu minister partha chatterjee made a big announcement madhyamik result and hs exam



Edu minister partha chatterjee made a big announcement madhyamik result and hs exam : করোনা ভাইরাসের জেরে গোটা দুনিয়ার ভোল পাল্টে গেছে । যার জন্য আজ মানুষ মানুষের সাথে সাক্ষাৎ, মেলামেশা সব প্রায় বন্ধ । যার কারণে মানুষ এখন ঘর বন্দী এই মহামারী জন্য সমস্ত পড়ুয়াদের নানান সমস্যার মুখে পড়তে হয়েছেপ্রায় মার্চ মাস থেকে  ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানযদিও কোথাও কোথাও হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে কিন্তু তা কখনই অফলাইন ক্লাসের পরিপূরক হতে পারে না ।

এই করোনার জেরে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা আটকে গেছে । শিক্ষামন্ত্রী জানিয়েছে আগামি ২ জুলাই , ৬ ই জুলাই এবং ৮ ই জুলাই নেওয়া হবে বাকি থাকা তিনটি পরীক্ষা ।এর আগেই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যত শীঘ্র সম্ভব মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে ।মোটামুটিভাবে আশা করা হচ্ছিল জুলাইয়ের মাঝামাঝি প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল । কিন্তু গত মঙ্গলবার শিক্ষামন্ত্রীর একটি সাক্ষাৎকারে মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ।

 

  মাধ্যমিকের রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে এই করোনা ভাইরাস এর কারণে জুলাই তো মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা অনিশ্চিত ! তিনি জানিয়েছেন  রেজাল্ট বেরোনোর পর কি করবে পড়ুয়ারা ? তাদের কাছে কিভাবে পৌছবে মার্কশিট? কিভাবে হবে সব ব্যবস্থা ? শিক্ষামন্ত্রী নিজেই এই প্রশ্নগুলি তুলেছেন । তাই মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে  উদ্বেগ  খোদ শিক্ষামন্ত্রী গলাতেই

 

জুলাইয়ের মাঝামাঝি মাধ্যমিকের ফল প্রকাশে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু কিভাবে ফল প্রকাশ হবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না শিক্ষামন্ত্রী তবে তিনি জানিয়েছে শিক্ষাদপ্তর সবরকমভাবে প্রস্তুত রয়েছে ।  প্রস্তুতি  চূড়ান্ত রয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন ফল প্রকাশ করা হবে না সেরকমই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কবে স্কুল খুলবে তার কোন নিশ্চয়তা নেই কবে আবার এই পরিস্থিতে আবার আগের মত ঠিক হবে? এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই

 অন্যদিকে বাকি রয়ে গেছে উচ্চমাধ্যমিকের 3 দিনের পরীক্ষা , জুলাই পরীক্ষা হবে বলে আগেই বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে আইসিএসই   আইএসসি পরীক্ষা  ঐচ্ছিক বলে ঘোষণা করা হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে উচ্চ শিক্ষাদপ্তর  একদম প্রস্তুত রয়েছে পরিস্থিতি ঠিক হলেই বা স্বাভাবিক হলে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post