মুজফ্ফরপুর স্টেশনের সেই মা-হারা শিশুর দায়িত্ব নিল শাহরুখের সংস্থা
shah rukh khans foundation comes to the aid of the child trying to wake up his dead mother : সোমবার শাহরুখ খান জানিয়েছেন সেই মর্মান্তিক ভিডিওর মা হারা শিশুর দায়িত্ব নিল মির ফাউন্ডেশন । গোটা দেশকে কাঁদিয়েছে সেই ভিডিও যেখানে দেখা গিয়েছিল মুজফরপুর স্টেশনে মৃত মায়ের চাদর টেনে জাগানোর চেষ্টা করে চলেছে একটি দুই বছরের শিশু ।
গোটা দেশ চেয়েছিল সেই বাচ্চাটির ভালো কিছু হোক । আমাদের পেজ NIOS NEWS এও খবরটি শেয়ার করা হয়েছিল । এবং লক্ষের উপর সেই পোস্টটি দেখেছেন এবং প্রার্থনা করেছিলেন বাচ্চাটির ভালো কিছু হোক !
অবশেষে দেশের মানুষের প্রার্থনা শুনল শাহরুখ খান । তার সংস্থা মির ফাউন্ডেশন সেই শিশুটির সম্পুর্ন দায়িত্ব নিল । শাহরুখ খানের মির ফাউন্ডেশন জানিয়েছে । বর্তমানে বাচ্চাটি তার দাদু ঠাকুমার কাছে রয়েছে । একই সাথে মির ফাউন্ডেশনের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে যেসকল মানুষ সেই বাচ্চাটির কাছে মির ফাউন্ডেশনকে পৌঁছাতে সাহায্য করেছিল ।
শাহরুখ খানও টুইট করে জানিয়েছেন সেই বাচ্চাটির কাছে পৌঁছাতে সাহায্য করার জন্য ধন্যবাদ । আমরা অবশ্যই প্রার্থনা মা হারানোর এই দুর্ভাগ্যজনক ঘটনা মোকাবিলা করার মত শক্তি সঞ্চয় করুক শিশুটি । আমি জানি এটা কত কষ্টের ।আমাদের ভালোবাসা ও সহযোগিতা সেই বাচ্চাটির প্রতি সর্বদা থাকবে ।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নেতিজেনরা শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খানকে ।
Thank you all for getting us in touch with the little one. We all pray he finds strength to deal with the most unfortunate loss of a parent. I know how it feels...Our love and support is with you baby. https://t.co/2Z8aHXzRjb
— Shah Rukh Khan (@iamsrk) June 1, 2020
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন