এবার প্রয়োজন দেশে এমন জিনিস তৈরি করা , যা ভারতের তৈরি হবে এবং সমগ্র বিশ্বের প্রয়োজন মেটাবে
Now there is a need to have products made in the country made for the world PmModi Says : করোনা ভাইরাস এমন একটি নাম যা গোটা বিশ্বের জীবন ও জীবিকাকে নাড়িয়ে দিয়েছে । পরিবর্তন ঘটেছে মানুষের জীবন জীবিকায় । লকডাউনের কারনে দেশের অর্থনিতি বড় ধাক্কা খেয়েছে । এই পরিস্থিতিতে দাড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আগেই আত্মনির্ভর ভারত তৈরির উপর জোর দিয়েছেন । এবং এই লক্ষ্যে পৌঁছাতে তিনি দেশের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন । যা দেশের মোট GDP এর প্রায় ১০ শতাংশ ।
যদিও বিরোধীদের মতে এই প্যাকেজের ফলে দেশের গরীব মানুষ উপকৃত হবেন না । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্যাকেজকে বিগ জিরো বলে আখ্যায়িত করেছেন । তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ঘোষণা নিয়ে অন্যে কে কি বলছে সেদিকে নজর না দিয়ে নতুন নতুন পদক্ষেপ গ্রহন করে চলেছেন । গত সোমবার তিনি রাস্তায় বসে যেসকল মানুষ জিনিস বিক্রি করেন তাদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ঘোষণা করেন । এই প্রকল্পের মাধ্যমে দেশের ৫০ লক্ষ মানুষ খুব কম সুদে ঋন পাবেন । একইসাথে ঋনে পাবেন সাবসিডি ।
আর আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী টুইট করে আবারো আত্মনির্ভর ভারতের কথা বলেছেন । তিনি জানিয়েছেন এবার প্রয়োজন দেশের এমন জিনিস তৈরি করা যা ভারতে তৈরি হবে এবং সমগ্র বিশ্বের প্রয়োজন মেটাতে সক্ষম হবে । তিনি এও জানিয়েছেন কিভাবে বাইরের দেশ থেকে আমদানি কম করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে । সাথে সাথে নিজের দেশের উৎপাদনশীলতা কিভাবে বাড়ানো যায় তার ব্যাপারেও আমাদের লক্ষ্য স্থির করতে হবে ।
अब जरूरत है कि देश में ऐसे Products बनें जो Made in India हों, Made for the World हों।
— PMO India (@PMOIndia) June 2, 2020
कैसे हम देश का आयात कम से कम करें, इसे लेकर क्या नए लक्ष्य तय किए जा सकते हैं?
हमें तमाम सेक्टर्स में productivity बढ़ाने के लिए अपने टार्गेट तय करने ही होंगे: PM @narendramodi
MSE Loan ki vabe pabo
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন