প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা , উপকৃত হবেন ৫০ লক্ষেরও বেশি গরীব মানুষ 
PM Street Vendors AtmaNirbharNidhi ( PMSVANidhi )


PM Street Vendors AtmaNirbharNidhi ( PMSVANidhi ) : প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ ১ ই লা জুন ২০২০ ক্যাবিনেট বৈঠকের আয়োজন করা হয় । কেন্দ্রসরকারের দ্বিতীয় বছরে প্রবেশের পর এটি প্রথম বৈঠক ছিল । বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন আজকের বৈঠকের কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যার ফলে দেশের গরীব কৃষক , শ্রমিক , ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং হকারদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে ।

 

আজকের এই বৈঠকে কেন্দ্রসরকার আত্মনির্ভর ভারত গড়ে তোলার উদ্দেশ্যে ছক তৈরি করেছেন । এক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প হল দেশের মেরুদণ্ড । এবং এই উদ্দেশ্যে আজকের বৈঠকেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতিতে বিশেষ জোর দেওয়া  হয়েছে ।

 

যেসকল ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি ধুঁকছে তাদের পুনর্জিবিত করার উদ্দশ্যে ২০ হাজার কোটি টাকার ঋণের  যে প্রস্তাব সেটি ক্যাবিনেটের তরফে অনুমোদন দেওয়া হয়েছে । এতে করে ২ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ লাভবান হবে । এছাড়াও MSME গুলির ক্ষেত্রে যে ৫০ হাজার কোটি টাকার যে ইক্যুইটি বিনিয়োগ সেটিতেও অনুমোদন  দেওয়া হয়েছে । এতে করে MSME গুলির কাঠামো আরও শক্ত হবে । এবং তাঁরা স্টক মার্কেটে প্রবেশ করার ক্ষেত্রেও সুযোগ পাবে ।

দেশের লক্ষ কোটি হকার , ঠেলাচালক দের জন্য আজ প্রধানমন্ত্রী নতুন এক প্রকল্পের ঘোষণা করেন । যার নাম দেওয়া হয়েছে পিএমস্বনিধি (PMSVANidhi) বা প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি । এর মাধ্যমে দেশের ৫০ লক্ষের বেশি গরীব মানুষ উপকৃত হতে  চলেছে । এরমাধ্যমে তাঁরা স্বল্প সুদে খুব সহজেই ঋন পাবেন । এবং নিজের ব্যবসাকে নতুন করে দাড় করানোর সুযোগ পাবেন ।

এই প্রকল্পের আওতায় সব্জি বিক্রেতা , ফল বিক্রেতা , চা বিক্রেতা , চপ বিক্রেতা , মুচি , পানওয়ালা , ধোপা প্রভৃতি কাজের সাথে যুক্ত মানুষ সুবিধা পাবেন ।


প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদীর আজকের বার্তা




এই যোজনার কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হল –

১. এটি দেশে প্রথমবার ঘোষিত কোন যোজনা যার মাধ্যমে রাস্তায় বসে জিনিস বিক্রি করে যেসকল মানুষ  দিন যাপন করেন তাদের জন্য এই যোজনা সুবিধা দেবে ।

২. এই যোজনার মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত ঋন পাবেন । এবং মাসিক কিস্তিতে তা পরিশোধ করতে পারবেন ।

৩. সময়ের আগে ঋন পরিশোধ করলে প্রতি বছরের হিসেবে ৭ % পর্যন্ত সাবসিডি পাওয়া যাবে ।

৪. ঋন সময়ের আগে মিটিয়ে দিলে কোন পেনাল্টি দিতে হবে না ।উল্টে পরবর্তীকালে আরও বেশি পরিমানে ঋন পাওয়া যাবে ।

৫. এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি অয়েব পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করা হবে । যার মাধ্যমে সরাসরি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে । এই প্লাটফর্মটি এই সকল মানুষদের তথ্য একত্রিত করে পরবর্তীকালে অন্য সরকারী সুবিধা পৌঁছাতেও সুবিধা হবে ।

৬. এই যোজনার মাধ্যমে যারা রাস্তার ধারে বসে জিনিস বিক্রি করেন তাদের ডিজিটাল লেন দেন বাড়াতেও উৎসাহ প্রদান করবে ।




 




খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 





Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post