কোন স্কুল ফি নেওয়া হবে না ! জানালো এই বেসরকারি স্কুল
School fees waived off for all students in this private school : এমনিতেই বেসরকারি স্কুলের মাত্রাতিরিক্ত ফি । তারউপর দীর্ঘদিন যাবত লক ডাউনের কারনে মানুয়ের আয় কমেছে । কিন্তু এই পরিস্থিতিতেও বেসরকারি স্কুলের ফি কমানোর কোনরকম চিন্তাভাবনা ছিল না ।
উল্টে এমন অনেক জায়গা থেকে অভিযোগ আসছিল অনেকক্ষেত্রে স্কুল ফি কমানোর বদলে বাড়ানো হয়েছে । এমনকি যারা স্কুল ফি দিতে পারছে না তাদের অনলাইন ক্লাস থেকেও বঞ্চিত রাখা হচ্ছে ।
এই পরিস্থিতি সামাল দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে মাঠে নামতে হয়েছিল । প্রাথমিকভাবে শিক্ষামন্ত্রী বেসরকারি স্কুলের কাছে ফি না বাড়ানোর আবেদন জানান । কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি আবারো ভিডিও বার্তা দিয়ে জানান যেসকল স্কুল ফি বাড়াবে সরকারীভাবে সেই সকল স্কুলের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ ।
ফলে স্কুল ফি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছিলই । কিন্তু এই প্রথম অভিভাবকদের বর্তমান অবস্থার কথা মাথায় রাজ্যে কোন বেসরকারি স্কুল এগিয়ে এলো । ST JOSEPH SCHOOL নামে একটি বেসরকারি স্কুল স্কুল ফি না নেওয়ার কথা জানিয়ে নোটিফিকেশন জারি করেছে ।
ST JOSEPH SCHOOL এর হাওড়ার সালকিয়া শাখা এবিষয়ে একটি নোটিশ জারি করেছে । নোটিশটিতে বলা হয়েছে -
বর্তমান বিশ্ব মহামারীর পরিস্থিতি বিবেচনা করে স্কুল কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সবরকমভাবে অভিভাবকদের সাহায্য করবে । স্কুল কতৃপক্ষ বুঝতে পারছে সকলের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে এবং একইসাথে মানুষ আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়েছে । তাই মানবিকতার খাতিরে স্কুল কতৃপক্ষ নিম্নলিখিত দুটি সিদ্ধান্ত নিয়েছে -
১. এপ্রিল মাস থেকে যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিনের মাসিক ফি নেওয়া হবে না ।
২. সেশন ফি এবং অন্যান্য ফিগুলি ৫০ % কমিয়ে দেওয়া হবে ।
এবং উপরিলিখিত আদেশ সকল ছাত্র ছাত্রী দের জন্য প্রযোজ্য হবে ।
এই অবস্থায় দাড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদি এই বেসরকারি স্কুলটি এমন সিদ্ধান্ত নিতে পারে তাহলে কেন অন্যান্য বেসরকারি স্কুলগুলি এগিয়ে আসছে না ?
আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে স্কুল ফি না নেওয়া উচিত । কমেন্টে জানান !
Non Governmental School's need to negotiate their fees for lockdown period.
ReplyDeleteFrees dite pabo kothai lockdown..2month diye6i r par6i na dite.khub khub money prblm
ReplyDeleteAkdomi na
ReplyDeleteI am very glad to see the decision taken by the authority the government should go through the matter and circular a notice , so the other non government school also follow the same as ST JOSEPHS SCOOL. THE TEACHER SHOULD GET SOME SALARY , THEY ALSO HAVE FAMILY. GOVERNMENT HAVE TO HELP THEM
ReplyDeleteYes....good dicidion..fees should not be at all now....
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন