শিক্ষামন্ত্রীর
কথামত বেআইনিভাবে টিউশন পড়ানো শিক্ষকদের বাড়িতে পরল রেইড
raids were carried out at the homes of teachers who were illegally doing private tution : ত্রিপুরার শিক্ষামন্ত্রী
রতন লাল নাথ আগেই জানিয়েছিলেন স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো আইনত অপরাধ । এবিষয়ে তিনি
১৯৯৬ সাল থেকে জারি হওয়া সরকারী নির্দেশিকার কথা তুলে ধরেন । স্কুল শিক্ষকদের টিউশন
যে বেআইনি সেটা প্রমান করার জন্য তিনি ত্রিপুরা হাইকোর্টের অর্ডারের কথাও উল্লেখ করেন
।
এই মর্মে তিনি
শিক্ষকদের হুঁশিয়ারি দেন যেসকল স্কুলশিক্ষক বেআইনিভাবে টিউশন পড়াচ্ছেন সোমবার থেকে
তাদের বাড়িতে হবে রেইড । তখন বিষয়টিকে অনেকেই হাল্কাভাবে নিয়েছিলেন । অনেকেই বলেছিলেন
এর আগেও এরকম ঘোষণা অনেক হয়েছে । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । কিন্তু শিক্ষামন্ত্রী
যে শুধু হুঁশিয়ারি দিতেই জানেন না , কাজেও তা করে দেখান তার প্রমান সোমবার শেষ হতে
না হতেই দিলেন ।
সোমবার শিক্ষামন্ত্রী
রতল লাল নাথ সাংবাদিক সম্মেলনে জানান গত রবিবার ১১ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসে
যে তাঁরা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিউশন করে চলেছেন । অভিযোগ পাওয়া যেমন , তার বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়াও তেমন ! সোমবারের মধ্যে ৬ জন অফিসারকে তিনটি দলে ভাগ করে সেই ১১ জন
শিক্ষকের বাড়িতে রেইড করেন ।
জানা গেছে সেই
১১ জনের মধ্যে একজনের ঠিকানা খুজে পাওয়া যায় নি । তবে তাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি
জানিয়েছেন তিনি টিউশন করেন না । তাকে নির্দিস্ট অফিসে দেখা করার জন্য নির্দেশ দেওয়া
হয়েছে । অন্যদিকে আর একজন শিক্ষক জানিয়েছেন তিনি টিউশন পড়ান না , তবে তার সন্তান
NIT স্টুডেন্ট পড়ান । এক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানিয়েছেন তার সন্তান যেহেতু পড়াচ্ছেন
সেক্ষেত্রে কিছু করার নেই । শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন এবিষয়ে আগামীকাল আরও বিস্তারিত
রিপোর্ট তুলে ধরা হবে ।
অসম সরকার তার
কথামত কাজ করেছে । এবার দেখার বিষয় পশ্চিমবঙ্গ সরকার এবিষয়ে কবে এভাবে সক্রিয় হবে ।
যদিও সরকারীভাবে অনেকবার জানানো হয়েছে স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো যাবে না । কিন্তু
তা সত্বেও সরকারী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক শিক্ষকই টিউশন পড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ
। শুধু অভিযোগই নয় ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটি
বেসরকারি সংগঠনের ক্যামেরাই বারবার সেই চিত্র তুলে ধরা হয়েছে । কিন্তু তারপরও বন্ধ
হয়নি বেআইনিভাবে টিউশন পড়ানো ।
Akdom tik Raid kora uchit
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন