রাজ্যে সরকারী
কর্মচারীদের জন্য জারি হল নতুন নির্দেশিকা
New guidelines have been issued for government employees in west bengal : যত দিন এগিয়ে
চলেছে ততই ভয়ানক হচ্ছে করোনার থাবা । কিন্তু এতকিছুর পরও খুলে দেওয়া হয়েছে সরকারী অফিস
, ধর্মীয় স্থান , শপিং মল , রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে । এবার করোনা পরিস্থিতির
ভয়াবহতা বিবেচনা করে নবান্ন থেকে জারি করা হল নতুন নির্দেশিকা । এই নির্দেশিকা সরকারী
কর্মচারিদের জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ।
নতুন নির্দেশিকায়
বলা হয়েছে সরকারী অফিসের দুটি টেবিলের মধ্যে দুই মিটারের দুরত্ত্ব রাখতে হবে । একটি
অফিস রুমের মধ্যে কখনই দশজনের বেশি থাকতে পারবে না । ভিজিটরদের ক্ষেত্রেও ২ মিটারের
দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
এছাড়াও করোনা
থেকে সাবধানতার জন্য যেসকল সাধারন নির্দেশিকা রয়েছে সেগুলিকেও মানতে হবে । যেমন মাস্ক
পরতে হবে । ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে । কম্পউটারের কি বোর্ড স্যানিটাইজ
করতে হবে ।
গতকাল থেকেই সরকারী
অফিস চালু হয়েছে । কিন্তু যানবাহনের অপ্রতুলতার
কারনে ভোগান্তি পোয়াতে হয়েছে সরকারী কর্মচারীদের
। অনেকক্ষেত্রে চাকরি বাঁচানোর জন্য ব্যক্তিগত গাড়িও ভাড়া করে অফিসে যেতে হয়েছে । তবে
সরকারী নির্দেশ রয়েছে যানজটের কারনে অফিসে ঢুকতে দেরি হলেও লাল কালির দাগ পড়বে না ।যানজটের
সমস্যা এড়াতে বেশকিছু এলাকায় সাইকেল চালানোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।
নতুন নির্দেশিকায়
বলা হয়েছে যদি সর্দি কাশির মত উপসর্গ থাকে তাহলে তাকে অফিসে আসতে হবে না । একমাত্র
উপসর্গহীনরাই অফিসে যাবেন । এবং কনটেনমেণ্ট জোনে যারা রয়েছেন তারাও অফিসে না গিয়ে বাড়ি
থেকেই কাজ করবেন ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন