প্রত্যেক গ্রামে হাই স্পিড ইন্টারনেট পৌঁছাবে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিহারের খাগারিয়া থেকে আজ গরীব কল্যাণ রোজগার অভিযান ৬ টি রাজ্যের ১১৬ টি জেলায় উদ্বোধন করলেন । এই প্রকল্পের মাধ্যমে গরীব মানুষেরা তাদের গ্রামের কাছেই কাজ পাবেন ।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান দেশে এই প্রথমবার শহরের তুলনায় গ্রামে ইন্টারনেট ব্যবহার হচ্ছে । সেই কারনে গ্রামেও হাই স্পিড ইন্টারনেট থাকা প্রয়োজন ।
এবার এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গ্রামে হাই স্পিড ইন্টারনেট পৌঁছাবে । এবং এই পৌঁছানোর কাজ করবেন শ্রমিকেরা । এবিষয়ে তিনি বলেন "শ্রময়েব জয়তে" । প্রত্যেক শ্রমিকের দক্ষতা সম্পর্কিত তথ্য আহরন করা হচ্ছে । এবং সেই অনুসারে প্র্যত্যেকের দক্ষতা অনুযায়ী নিজের গ্রামেই কাজ দেওয়া হবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন