একটু খেলো একটু
পড়ো প্রকল্প চালু হচ্ছে । জানুন বিস্তারিত
ektu khelo ektu poro scheme announce by tripura education minister : করোনা ভাইরাস এবং লকডাউনের কারনে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল । কিন্তু এরকারণে ছাত্র ছাত্রীদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয় সেকারনে কেন্দ্র সরকারের সাথে সাথে বিভিন্ন রাজ্য সরকারও পদক্ষেপ নিচ্ছেন ।
প্রথম শ্রেণী
থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য শুরু হচ্ছে “একটু খেলো একটু পড়ো” প্রকল্প
।
করোনা পরিস্থিতিতে
ছাত্র ছাত্রীদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে এই স্কিমটি চালু করা হল । এমনিতেই বিভিন্ন
রাজ্যে অনলাইন ক্লাস চালু হয়েছে । কিন্তু দেখা যাচ্ছে একটা বড় অংশের কাছে ইন্টারনেট
পরিষেবা নেই বা স্মার্ট ফোন নেই । সেইসকল ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের পড়াশোনাকে এই লকডাউন
পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে “ একটু খেলো একটু পড়ো ” প্রকল্পের সূচনা করা হচ্ছে ।
এই প্রকল্পের
কতকগুলি উদ্দেশ্য রয়েছে –
প্রথমত , ছাত্র
ছাত্রীদের সাথে শিক্ষকের দীর্ঘদিন কোন কমিউনিকেশন নেই । সেই অভাব পূরণ করবে এই প্রকল্প
।
দ্বিতিয়ত , ছাত্র
ছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ব্যস্ত রাখা ।
তৃতীয়ত , মোবাইলকে
সব ক্ষেত্রে খারাপ কাজে লাগে না । ভালো কাজেও একে ব্যবহার করা যায় । এই প্রকল্পের সেটি
অন্যতম উদ্দেশ্য ।
চতুর্থত , এটি
একটি মজাদার শিক্ষন পদ্ধতি ।
আগামী ২৫ শে জুন
থেকে একটু খেলো একটু পড়ো প্রকল্পের সুচনা হচ্ছে । এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন সকাল
৮ টা থেকে সকাল ৮.৩০ এর মধ্যে এসএমএস এর মাধ্যমে হোমওয়ার্ক চলে যাবে । এবং সেখানে বাংলা
থেকে অঙ্ক বিভিন্ন বিষয়ের হোমওয়ার্ক দেওয়া থাকবে । সেগুলিকে ছাত্র ছাত্রী সেই কাজ কমপ্লিট
করতে হবে । এবং বিকেলের মধ্যে তার কাছে থেকে ফিডব্যাক নেওয়া হবে ।
শিক্ষামন্ত্রী
জানিয়েছেন স্মার্ট ফোন না থাকলেও সাধারন ফোন সকলের কাছেই থাকে । তিনি আরও জানিয়েছেন
“১০০ টি বাড়ির মধ্যে ৫ টি বাড়িও দেখাতে পারবেন না যাদের সাধারন ফোন নেই । সেই কারণে
আমরা এসএমএস মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করছি ।”
শিক্ষামন্ত্রী
বলেছেন যদি ৪০ % ছাত্র ছাত্রীও এই কাজ করে তাহলে সেটাই আমাদের সাফল্য । এরজন্য ডাটাবেস
এবং ড্যাসবোর্ড থাকবে । যার মাধ্যমে এই পুরো প্রকল্পের তথ্য পর্যালোচনা কর হবে । যেখান
থেকে বোঝা যাবে কত শতাংশ ছাত্র ছাত্রী এই কাজ করছে ।
শিক্ষামন্ত্রী কি বললেন ভিডিওতে দেখুন ...
Sob barir garjen pora Sona Jane na onno kono babostha bite hobe
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন