করোনার বিরুদ্ধে
জীবন ও মৃত্যুর লড়াইয়ে যেসকল অঙ্গনাওয়ারি কর্মী , আশা কর্মী কাজ করছেন তাদের নিয়ে কি
বললেন প্রধানমন্ত্রী
বিহারের খাগারিয়া
থেকে আজ গরীব কল্যাণ রোজগার অভিযান ৬ টি রাজ্যের ১১৬ টি জেলায় উদ্বোধন করলেন । এই প্রকল্পের
মাধ্যমে গরীব মানুষেরা তাদের গ্রামের কাছেই কাজ পাবেন ।
অঙ্গনাওয়ারি কর্মী
, আশা কর্মী দারুন কাজ করেছেন । শুধু এই বিষয়টি অন্যদেশে হলে প্রশংসার বন্যা বয়ে যেত
। কিন্ত আমাদের দেশে এমন কিছু লোক আছে তাদের গ্রামের মানুষের প্রশংসা করতে লজ্জা লাগে
।
কিন্তু এই প্রশংসা
আপনার এটা অধিকার । তাই কেউ করুক আর না করুক
আমি আপনাদের জয়জয়কার করবো । আপনাদের চিরকাল প্রণাম করবো ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন