ভারত চীন সীমান্ত
সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন
pm narendra modi calls all party meeting at 5 pm on friday to discuss situation in india china border areas : বিভিন্ন দলের
সভাপতিরা এই মিটিং এ যোগ দেবেন বলে জানা গেছে ।ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই মিটিং
আয়োজিত হবে । আগামী শুক্রবার এই মিটিং বিকেল ৫ টায় এই মিটিং এর ডাক দেওয়া হয়েছে । ইন্দো
চিন সিমান্তে ইতিমধ্যেই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
ভারত চীন সংঘর্ষে
২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন । তারপরেই এই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী । আর্মি সোর্স বলছে পূর্ব লাদাখের
গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনার সংঘর্ষে ৪৫
জন চিনের সেনাও মারা গেছে (সোর্স – NDTV) ।
গত মঙ্গলবার প্রথমে
জানা জানা গিয়েছিল এই সংঘর্ষে ৩ জন ভারতীয় সেনা মারা গেছেন । পরবর্তিকালে আর্মির তরফে
জানান হয় আরও ১৭ জন সেনা এই সংঘর্ষে আহত হয়েছিলেন । লাদাখের ঠাণ্ডায় তাদের ক্ষতের কারনে
পরে তারাও মারা গেছেন ।
আর্মির তরফে এটাও
জানান হয় সেই এলাকা থেকে দুইপক্ষের সৈন্যকেই সরানো হয়েছে । চিনের তরফে জানান হয়েছে
এই ঘটনার পুনরাবৃত্তি চীন আর চাইছেনা । চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান
বলেছেন “ভারতকে অনুরোধ উত্তজনা ছড়ান থেকে বিরত থাকুন ।”
অন্যদিকে ভারতের
তরফে জানানো হয়েছে এই সংঘর্ষে গুলি চলেনি । দুইপক্ষের সেনাদের তরফ থেকেই হাতাহাতি এবং
পাথর ছোড়া হয়েছে । ভারতের দাবী এই সংঘর্ষে অন্যায়ভাবে চিনের সেনারা লোহার রড এবং ধারাল
অস্ত্রের ব্যবহার করেছে ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে
রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর অভিযোগ করেছেন । রাহুল গান্ধী
অভিযোগ করেছেন ,কেন এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও
প্রধানমন্ত্রী চুপ রয়েছেন ? কেন কিছু বলছেন না ?
আর আজ বুধবার
প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার ইন্দো চীন পরিস্থিতি নিয়ে বিকাল
৫ টা সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে । এখন সারা ভারতবাসির নজর কি আলোচনা হতে চলেছে
সেই বৈঠকে ?
In order to discuss the situation in the India-China border areas, Prime Minister @narendramodi has called for an all-party meeting at 5 PM on 19th June. Presidents of various political parties would take part in this virtual meeting.
— PMO India (@PMOIndia) June 17, 2020
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন