কয়লা খাদান নিয়ে প্রধানমন্ত্রীর ১৮ ই জুনের ভাষণ কাজ পাবেন লক্ষ মানুষ
pm modi speech on coal mining auction : আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কয়লা খনন নিয়ে বক্তব্য রাখলেন ।
LIVE SPEECH...
আজ থেকে এক মাস আগে যখন আত্মনির্ভর ভারত শব্দটির কথা আমি বলেছিলাম অনেকেই মনে করেছিলেন এটা অন্যান্য সরকারি পরিকল্পনার মতই । কিন্তু আসতে আসতে সেই ভুল সকলেরই ভেঙ্গেছে ।
আজ কয়লা খননের জন্য যে অকশন শুরু হচ্ছে তা আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য একটি অন্যতম ধাপ হতে চলেছে ।
আমরা পৃথিবীর দ্বিতিয় বৃহত্তম কয়লা উতপাদনকারী । কিন্তু তা স্বত্বেও আমরা বিদেশ থেকে কয়লা আমদানি করি । কিন্তু কেন ? কারন এই কয়লা খাদান এর যে সিস্টেম তা অন্ত্যন্ত জটিল ছিল ।
কয়লা খাদানের এই রিফর্মস এর ফলে লক্ষ লক্ষ মানুসের কর্মসংস্থান হবে ।
কয়লা খাদানে বিভিন্ন বিষয়ে এর আগে অস্বচ্ছতা ছিল । সেইসকল বিসয়কে সংশোধন করে আমরা এগিয়ে চলেছি ।
২০৩০ পর্যন্ত ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাসিফাই করা হবে । এবং এখানে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে ।
আজকের এই ঘোষণার ফলে আদিবাসী মানুসের যথেষ্ট লাভ পাবেন ।
এতদিন মানুষ তার নিজের গ্রাম ছেড়ে , তার ভিটে ছেড়ে বহুদুর যান দুটি রোজগারের জন্য । কিন্ত এই কয়লা ক্ষেত্রে এই রিফর্মস এর ফলে এবার তারা তাদের গ্রামের কাছেই কাজ পাবেন ।
কয়লা ক্ষেত্রে এই আজকের অকশনের ফলে লক্ষ লক্ষ মানুষ শুধু সরাসরি কর্মসংস্থান হবে তাই নয় ।
এই পদক্ষেপ তখন নেওয়া হচ্ছে যখন আমদের দেশ করোনা মোকাবিলায় আবার স্বাভাবিক হচ্ছে । গ্রাম্য এলাকাতেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ।
বিভিন্ন ক্ষেত্রে আগের বছরের তুলনায় এবছর বেশি বিকাশ হয়েছে । কৃষিক্ষেত্রেও আগের বছরের থেকে বেশি লাভ হয়েছে । ফলে কৃষকরা এর লাভ পেয়েছেন ।
আমরা ভারতবাসি শুধু উপভোক্তাই নয় । আমরা উৎপাদনকারী ও । তাই আমরা চাইলে আত্মনির্ভর হতে পারি ।
আজ ভারতের উদ্যোগ ক্ষেত্রে ইতিহাস বদলের সুযোগ এসেছে । আমরা এই সুযোগ ছাড়বো না । আসুন ভারতকে এগিয়ে নিয়ে যায় । ভারতকে আত্মনির্ভর ভারত গড়ে তুলি ।
বিষয়টি কয়লা নিয়ে কিন্তু আমাদের হিরের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে ।
আজকের এই কয়লা ক্ষেত্রে এই নতুন পদক্ষেপের ফলে এর সাথে যুক্ত পরিবহন ক্ষেত্র এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব বিকাশ হবে । এবং এর থেকে সব থেকে বেশি পাবেন কয়লা খাদান অঞ্চলের বাসিন্দাদের ।
চলুন আমরা সকলে মিলে এই কাজকে সফল করে তুলি আমরা এই সুযোগকে কেন কোনভাবেই
খবরটি এইমাত্র এসেছে । পেজটিকে কিছু সময় অন্তর রিফ্রেস করতে থাকুন ।
কি বললেন প্রধানমন্ত্রী দেখুন সেই ভিডিও
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন