ভারত চীন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জোরদার বক্তব্য
Chief Minister Mamata Banerjee strong statement on India-China issue : মুখ্যমন্ত্রী
আজ বুধবার করোনা পরিস্থিতিতে রাজ্যের সামগ্রিক অবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ।
সেখানেই তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ভারত আমাদের মাতৃভূমি
, জন্মভূমি , পিতৃভূমি , ধর্মভূমি , কর্মভূমি । সুতারাং তিনি চান আমাদের এই দেশ সবসময়
এগিয়ে যাক সামনের দিকে ।
বর্তমান ভারত
চীন উদ্বেগজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন
। মুখ্যমন্ত্রী মনে করেন সর্বদলীয় বৈঠক ডাকাটা সঠিক সিদ্ধান্ত । কারন এই রাজনৈতিক দল
নিয়ে সরকার গড়ে ওঠে । ব্যবহারিক দিক থেকেও এটা সঠিক সিদ্ধান্ত ।
মুখ্যমন্ত্রী
জানান আমরা আমাদের দেশের জন্য গর্বিত । যাই পরিস্থিতি আসুক না কেন আমরা একসাথে লড়াই
করবো । আমাদের দেশকে কেউ আঘাত করুক সেটা আমরা চায়না । আমাদের দেশকে কেউ আক্রমন করবে
, আঘাত করবে আর আমরা চুপচাপ বসে থাকবো না ।
তিনি বলেছেন আমাদের
দেশকে কেউ আঘাত করলে আমরা তাকে ছেড়ে দেব না । তিনি আরও বলেছেন তিনি কখনই বৈদেশিক নীতি
নিয়ে কথা বলতে পছন্দ করেন না । কারন এটা তৃনমূল কংগ্রেসের আইডিওলজি । তিনি বলেছেন এবিসয়ে
দেশ যা সিদ্ধান্ত নেবে আমরা তার সাথে আছি । কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে । এর দুটো
দিক রয়েছে । একটা হল যুদ্ধ অন্যটা আলাপ আলোচনা । সুতারাং যে দিকটাই সঠিক হবে সেই দিকটা
ভারত সরকারকেই ঠিক করতে দিন ।
এবিষয়ে আপনার কি মত নীচে কমেন্টে জানান
ভারত চীন যুদ্ধ নিয়ে মুখ্যমন্ত্রীর জোরদার বক্তব্যটি দেখুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন