এবছর রথযাত্রার
অনুমতি দিলে ভগবান জগন্নাথ আমাদের কোনদিন ক্ষমা করবেন না জানালো সুপ্রীম কোর্ট
Lord Jagannath Won't Forgive If We Allow Rath Yatra This Year supreme court : সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি আবেদনের শুনানিতে মতামত দিলেন বর্তমান করোনা পরিস্থিতিতে পুরীতে রথযাত্রার অনুমতি দিলে ভগবান জগন্নাথ আমাদের কখনই ক্ষমা করবেন না ।
প্রতিবছর পুরীর
রথযাত্রায় প্রায় ১০ লক্ষের উপর মানুষের জমায়েত হয়ে থাকে । আজ সুপ্রীম কোর্টের প্রধান
বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন এবছর ১০ হাজার
লোকও জমায়েত করা ভয়ঙ্কর হতে পারে ।
এবছর রথযাত্রা
শুরু হওয়ার কথা ২৩ শে জুন থেকে । সুপ্রীম কোর্ট জানিয়েছে এবছর মানুষের স্বাস্থ্যের
কথা মাথায় রেখে রথ যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না । করোনা ভাইরাস মানুষের হাঁচি কাশির
মাধ্যমে যে ড্রপলেট সেখান থেকে ছড়ায় । এমতাবস্থায় যেকোনরকম ভিড় বর্জণীয় বলে রায় দিয়েছে
সুপ্রীম কোর্ট ।
ওড়িশা বিকাশ পরিষদ
নামক এই সংগঠনটি সুপ্রীম কোর্টে এই পিটিশন দাখিল করেছেন । তারা জানিয়েছে পুরীর উপকুল
অঞ্চলের এই উতসবে প্রায় ১০ লক্ষের উপর মানুষ জমায়েত করেন । এবং এই উৎসবটি প্রায় ১০
থেকে ১২ দিন চলে । করোনা পরিস্থিতিতে এই উৎসব করা মানে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হতে
পারেন । একইসাথে তারা জানিয়েছে ওড়িশা সরকারের ঘোষণামতে এমনিতেই ৩০ জুন পর্যন্ত যেকোন
ধর্মীয় স্থান বন্ধ রয়েছে । তাই এই রথজাত্রার
অনুমতি দেওয়া মানে রাজ্য সরকারের আইনও লঙ্ঘন করা ।
এই সকল পরিস্থিতি
খতিয়ে দেখে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিষয় । ১০ লক্ষ কেন যদি ১০ হাজার মানুষও সেখানে জমায়েত করেন তাহলে সেটাও ভয়ঙ্কর আকার
নিতে পারে ।
রথযাত্রার অনুমতি না দেওয়ায় এটি ইতিহাসে প্রথমবার ঘটতে চলেছে যেবছর রথযাত্রা স্তগিত করা হল । এরকম ঘটনা কোনদিনই ঘটে নি ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন