পরপর ছয়দিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম ।। মধ্যবিত্তের মাথায় হাত !
petrol diesel prices hiked on sixth consecutive day : প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম । এই নিয়ে পরপর ছয়দিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম । ছয়দিনে মোট ৩.৩১ পয়সা দাম বাড়লো পেট্রোল ডিজেলের দাম । এমনিতেই করোনা আর লকডাউনের জেরে হাঁসফাঁস অবস্থা । তারউপর এভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়াই ছেড়ে দে মা , কেঁদে বাঁচি অবস্থা ।
টুইটারে এই নিয়ে #RS 3.31 নামে একটি হ্যাসট্যাগ ট্রেন্ডিং করছে । পরপর ছয়দিনে ৪০ পয়সা , ৪৫ পয়সা , ৫৪ পয়সা , ৬০ পয়সা , ৭৬ পয়সা , ৬০ পয়সা এবং ৫৭ পয়সা দাম বেড়েছে পেট্রোলের । মোট ৩.৩১ পয়সা ৬ দিনে দাম বেড়েছে । আর এবিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন