সারাবছরই অনলাইনে ক্লাস হবে জানিয়ে দিল এই শিক্ষা প্রতিষ্ঠান
iit mumbai scrap face to face lecture this year



iit mumbai scrap face to face lecture this year : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকলোজি মুম্বাই দেশের মধ্যে প্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা জানিয়ে দিল তাদের কাছে ছাত্রদের জীবন তথা স্বাস্থ্যের সুরক্ষা সব থেকে আগে । এই মর্মে আই আই টি মুম্বাইয়ের প্রধান শুভাশিস চৌধুরী একটি ফেসবুক পোস্ট করে জানিয়েছেন তারা এইবছরের জন্য ক্লাসরুমের শিক্ষা বাতিল করছে । তাঁরবদলে সারাবছর অনলাইনেই ক্লাস নেওয়া হবে ।


আই আই টি মুম্বাইয়ের ডাইরেক্টর একটি ফেসবুক পোস্ট  করে এই খবরটি জানিয়েছেন । তিনি জানিয়েছেন আমাদের কাছে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ । সেই কথা মাথায় রেখে এবং বর্তমান সেমিস্টারকে আর দীর্ঘ করতে চাইছেন না । সেকারনে এই সেমিস্টারের সমস্ত ক্লাস অনলাইনেই হবে । 

অনলাইনে ক্লাস কিভাবে হবে ? এবিষয়ে আগামীতে ছাত্র ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে । একইসাথে তিনি দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন । তাদের অনলাইন ক্লাসের জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলি সরবরাহ করার জন্য সকলকে অনুরোধ করেছেন । 

তিনি অনুরোধ রেখেছেন অর্থনৈতিক কারণে যেন কোনভাবেই এইসকল যুবকদের ভবিষ্যৎ নষ্ট না হয়  । সেকারনে এগিয়ে আসুন । 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post