পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে বিজেপির তরফে গনডেপুটেশন দেওয়া হল
deputation was given on behalf of BJP to solve the problem of migrant workers : বর্তমানে রাজ্য
তথা দেশের অন্যতম বড় একটি সমস্যা হল পরিযায়ী শ্রমিক । বিভিন্ন রাজ্য থেকে নিজের বাড়ির
উদ্দেশ্যে ফিরতে থাকা শ্রমিকদের বেহাল দশা ফুটে উঠেছে । সমালোচিত হয়েছে বিভিন্ন সরকার
। আর এই সমালোচনা থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গ সরকারও ।
পরিযায়ী শ্রমিকদের
রাজ্যে ফেরানো নিয়ে টানাপোরেনও কম হয়নি । বিজেপি নেতা দিলিপ ঘোষ এবং রাহুল সিনহা বারবার
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যাপারে যথেষ্ট গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন
।
আর যখন পরিযায়ী
শ্রমিকরা রাজ্যে ফিরেছেন তারপরও বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠছে । কোথাও অভিযোগ পরিযায়ী
শ্রমিকরা ঠিকমত খাবার পাচ্ছেন না , তো কোথাও অভিযোগ তাদের ঠিকমত কোয়ারেন্টিনে রাখা
হচ্ছে না । কোথাও কোথাও এমনও অভিযোগ উঠছে তাদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা
হচ্ছে ।
এই পরিস্থিতিতে
দাড়িয়ে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টির ধনিয়াখালি
মণ্ডল । মত ছয় দফা দাবী নিয়ে তাঁরা ডেপুটেশন দিলেন ধনিয়াখালি ব্লক উন্নয়ন আধিকারিকের
অফিসে ।
এই ছয় দফা দাবিগুলি
হল –
১. আমফান ঝড়ে
ক্ষতিগ্রস্থদের অবিলম্বে ত্রিপলের ব্যবস্থা
করতে হবে ।
২. রেশন কার্ড
নেই বা যারা আবেদন করেছিল তাদের রেশনের ব্যবস্থা করতে হবে ।
৩. প্রত্যেক গরীব
মানুষের জব কার্ড করে দিতে হবে ।
৪. আমফান ঝড়ে
ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে হবে ।
৫. পরিযায়ী শ্রমিকদের
কোয়ারেন্টিনের যথাযত ব্যবস্থা করতে হবে ।
৬. অবিলম্বে করোনার
প্রকোপ থেকে বাঁচতে প্রতিটি গ্রামে স্যানিটাইজেশন করার ব্যবস্থা করতে হবে ।
এই ডেপুটেশন কর্মসূচিতে
উপস্থিত ছিলেন ধনিয়াখালি মণ্ডলের দুই সভাপতি স্বপন সাঁতরা , আশিস দাস , ধনিয়াখালি বিধানসভা
শিক্ষক সেলের ইনচার্জ চিরঞ্জীব মালিক সহ অন্যান্যরা । এইবিষয়ে শিক্ষক সেলের ইনচার্জ
চিরঞ্জীব মালিক জানিয়েছেন “পরিযায়ী শ্রমিকরা আমাদের ঘরের ছেলে । ঘরের ছেলে ঘরে ফিরবে
এবং কোন সংক্রমণও ছড়াবে না । এই ব্যবস্থা সরকারকে নিতে হবে ।”
এবিষয়ে ধনিখালি
মণ্ডলের সভাপতি আশিস দাসকে আজকের কর্মসুচি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছেন “আমরা
ধনিয়াখালি মানুষের সমস্যা নিয়ে এর আগেও অনেকবার এসেছি । আজকের পরও যদি বি.ডি.ও এর তরফ
থেকে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় , তাহলে আমরা পুনরায় এখানে আসব এবং আবারো গনডেপুটেশন
দেবো ।”
ভুটানের শ্রেমিকদের কি হবে
ReplyDeleteআমাদের সরকার কোনো কিছু ভাবছে না বুটানের শ্রমিক দের কথা
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন