NIOS এর থেমে যাওয়া পরীক্ষার নতুন দিন ঘোষিত হল
The Datesheets for Class X and Class XII examinations by nios have now been released : ন্যাশনাল ইন্সটিটিউট ওফ ওপেন স্কুলিং এর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার নতুন সূচী ঘোষিত হল ।
গত রবিবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে এই খবরটি সকলের সাথে শেয়ার করেছেন ।
এর আগে NIOS পক্ষ থেকে এই পরীক্ষা নেওয়ার কথা গত ২৪ মার্চ এবং সেই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৪ শে এপ্রিল ! কিন্তু কোভিড এবং লকডাউন পরিস্থিতির কারনে তা স্তগিত করে দেওয়া হয় ।
গত কাল আবার NIOS এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড এক্সামের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে নতুন করে পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৭ ই জুলাই । এবং পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ই আগস্ট ।
আগামী ১৭ ই জুলাই উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের ফিজিক্স , ইতিহাস , লাইব্রেরি এবং ইনফরমেশন সাইন্স এবং সংস্কৃত ব্যাকরন পরীক্ষা আয়োজিত হবে । এবং মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য হিন্দুস্থানি মিউজিক পরীক্ষা আয়োজিত হবে ।
উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হবে দুপুর ২.৩০ মিনিট থেকে এবং শেষ হবে ৫.৩০ মিনিটে । অন্যদিকে মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে ২.৩০ মিনিট থেকে এবং চলবে ৪.৩০ মিনিট পর্যন্ত ।
📢Announcement
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 31, 2020
The Datesheets for Class X and Class XII examinations by @niostwit have now been released.
All the best students!#StaySafe #StudyWell pic.twitter.com/VE99tWwDPu
নিচের নতুন পরীক্ষার তারিখের সমগ্র datesheet টি দেওয়া হল -
CLICK HERE TO - DOWNLOAD
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন