২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত পঞ্চম স্থানে উঠে এলো
corona cases in india as on 7th june : করোনা আক্রন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বললেও ভুল হবে । সংখ্যাটা সম্ভবত উড়ে উড়ে বাড়ছে । করোনা আক্রান্তের নিরিখে দেশ এবং রাজ্য দুটো ক্ষেত্রেই রেকর্ড সংক্রমণ ঘটলো ।
স্পেনকে থেকে একদিনের মাথায় ষষ্ট স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এলো । শেষ পাওয়া খবর অনুসারে দেশে একদিনে করোনা আক্রন্তের সংখ্যা ১০৫২১ জনে পৌছাল । শেষ পাওয়া খবর অনুসারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৭১৭৮ জন । মৃত্যু হয়েছে ৬৯৫০ জনের ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন