বিরাট খবর পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
গত বৃহস্পতিবার CBSE বোর্ড তাদের
বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল ঘোষণা করেছে । আর তাঁর পরপরই ICSE বোর্ডও সুপ্রিম কোর্টকে
জানায় করোনা পরিস্থিতির কারণে তারাও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করছে ।
করোনা পরিস্থিতির
জেরে বন্ধ রয়েছে স্কুল কলেজ । কিন্তু তাঁর মাঝেই CBSE এবং ICSE বোর্ড তাদের পরীক্ষা
নেওয়ার কথা ঘোষণা করে । এর বিরুদ্ধে ছাত্রছাত্রীরা সুপ্রিম কোর্টে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে
একটি পিটিশন দাখিল করে ।গত বৃহস্পতিবার তাঁর শুনানিতে CBSE বোর্ড সুপ্রিম কোর্টকে জানায় তাদের মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল সেটি বাতিল করা হচ্ছে । যখন পরিস্থিতি
স্বাভাবিক হবে তখন পরীক্ষা নেওয়া হবে । করোনা
পরিস্থিতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।
এই ঘোষণার পরপরই
ICSE বোর্ডও জানিয়ে দেয় তারাও CBSE বোর্ডের নেওয়া সিদ্ধান্তের সাথে একমত । এবং তারাও
তাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করছে ।
বিভিন্ন বোর্ড যখন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই
পশ্চিমবঙ্গেও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্তগিত করা নিয়ে দাবী আরও জোরদার হতে থাকে । গুঞ্জন
এটাই ছিল যে পশ্চিমবঙ্গেও পরীক্ষা বাতিল ঘোষণা করা এখন শুধু সময়ের অপেক্ষা ।
প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গেও উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা এখনও বাকি রয়েছে । যেগুলি আগামী ২ রা জুলাই , ৬ ই জুলাই এবং ৮ জুলাই নেওয়া কথা ছিল । তাই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎকণ্ঠায় ছিল ! CBSE এবং ICSE বোর্ডের পরীক্ষা বাতিল করার পর এই উৎকণ্ঠা আরও বেড়ে যায় । সকলের চোখ ছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষাপর্ষদ এই পরীক্ষা বাতিল করে কিনা ! নাকি নিজের সিদ্ধান্তে অটল থেকে উক্ত তারিখেই পরীক্ষার আয়োজন করে !
অবশেষে সেই আলোচনার যবনিকা পাত ঘটালেন স্বয়ং মুখ্যমন্ত্রী । সাংবাদিক সম্মেলনে ওনাকে জিজ্ঞেস করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি ভাবছেন । এর উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানাবেন ।
তিনি আরও জানান এবিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনেই করা হবে । কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা কতৃপক্ষ তারা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আগামী তিন চারদিনের মধ্যে পরীক্ষা হলে কিভাবে হবে । অথবা আদৌ হবে কিনা সেটা জানিয়ে দেওয়া হবে ।
অন্যদিকে পার্থ চ্যাটার্জি জানিয়েছেন উচ্চ শিক্ষা পর্ষদের সুপারিশ আমাদের কাছে পাঠিয়েছেন । আমরা সেইদিকে নজর রেখেই সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী ২ জুলাই , ৬ ই জুলাই এবং ৮ ই জুলাই পরীক্ষা বাতিল করলো ।
তাহলে কিভাবে মূল্যায়ন হবে ? সেইবিষয়ে উচ্চ শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করবেন । তবে এই নম্বরে যদি কেউ অসন্তুষ্ট হয়ে সে পরিস্থিতি বদলালে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন । তবে কিভাবে তাদের পরীক্ষা নেওয়া হবে সেইবিষয়ে উচ্চ শিক্ষা পরবর্তীকালে নির্দেশিকা জারি করবে ।
যদি কেউ পাওয়া ফলাফলে সন্তুষ্ট না হয় তাহলে লিখিত ভাবে জানাতে হবে । আর সেইবিষয়ে উচ্চ শিক্ষা পর্ষদ পুরো নির্দেশিকা ঠিক করবে সেই সময়ে ।
ছাত্র ছাত্রীদের সুরক্ষা আমার কাছে আগে । হাজার হাজার ফোন আমাদের কাছে আসছে । আশা করি এবিষয়ে তারা চিন্তামুক্ত হবেন ।
আর একটি বিষয় শিক্ষামন্ত্রী বলেছেন বেসরকারি কেন্দ্রীয় বিদ্যালয়গুলি বেতন ছাড়াও অনেক বিষয়ে বেতন নিচ্ছে সেবিসয়ে শিক্ষা দপ্তর এবিষয়ে অনুরোধ করা হয়েছিল । শিক্ষাদপ্তর মানব সম্পদের কাছে অনুরোধ করছি পদক্ষেপ নেয় । তাদের চুপ করে বসে থাকলে চলবে না ।
উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বার্তা
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন