নবান্ন থেকে অনলাইনে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন
নবান্ন থেকে অনলাইনে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন । বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করছেন । উপরের ভিডিওটি দেখুন ।
মমতা ব্যানার্জি কি বললেন -
১ ই লা জুলাই থেকে চলতে পারে মেট্রো । শুধুমাত্র যতগুলো সিট ততগুলি প্যাসেঞ্জার থাকলে চলবে ।
৬০০০ প্রাইভেট বাসের মধ্যে ২৫০০ চালাচ্ছে । বাকিদের অনুরধ করবো তারাও যেন চালায় ।
২৭ কোটি টাকা দেওয়া হচ্ছে প্রাইভেট বাস চালানর জন্য । যেন ৬ হাজার প্রাইভেট বাস চলে ।
বাস স্টাফদের জন্য স্বাস্থ্য সাথীর সদস্য করে দেওয়া হল ।
কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে নাম হচ্ছে রাজ্যের । কোথাও কোথাও তো ডিজেলের দাম বেড়ে গেছে ।
কেন্দ্রীয় সরকারের একটি বিষয়ে আপত্তি আছে । প্লেন চালান নিয়ে আমার আপত্তি আছে । যেখানে কোন রকম প্রোটোকল মানা হচ্ছে না ।
ডোমেস্টিক ফ্লাইট জুলাই পর্যন্ত বন্ধ করা হোক ।
মুখে খুব বলছে টেস্টিং ট্র্যাকিং কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না ।
করোনা টেস্টের জন্য ৪৫০০ টাকা নেওয়া হচ্ছিল প্রাইভেট হসপিটালে ২২৫০ টাকা করে দেওয়া হল ।
১ ই লা জুলাই থেকে ১ গ
প্রতিদিন দেখছি ১০ টি করে ট্রেন আসছে হট স্পট ট্রেন আশ্ছে । আমরা রেলকে চিঠি লিখছি যেন হট স্পট এলাকা থেকে কোন ট্রেন না পাঠায় ।
কিছু সময় অন্তর পেজটিকে রিফ্রেস করতে থাকুন ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন