বিরাট খবরঃ ছুটি ঘোষণা রাজ্য সরকারের জানুন কবে ও কেন ?

CM Mamata Banerjee annouced state holiday on 1st july



CM Mamata Banerjee annouced state holiday on 1st july : আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আগামী ১ ই লা জুলাই ডক্টরস ডে বা চিকিৎসক দিবস  উপলক্ষ্যে উক্ত দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । 


তিনি জানিয়েছেন আগামী ১ ই লা জুলাই ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং তাঁর থেকেও বড় ঐদিন ডক্টরস ডে হিসাবে পালিত হয় । চিকিৎসকদের শ্রদ্ধার্ঘ্যে ঐ দিন ছুটি ঘোষণা করলেন । এবং একইসাথে তিনি বললেন তিনি কেন্দ্র সরকারকে এবং অন্যান্য রাজ্য সরকারকেও অনুরোধ করবেন ঐ দিন ছুটি ঘোষণা করার জন্য  ।


মুখ্যমন্ত্রী কি বললেন ভিডিওতে দেখুন




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post