সাতসকালে এনকাউন্টার , খতম তিন জঙ্গি
সকাল সকাল একটি সুখবর দিলো ভারতীয় সেনা । একটি ভারতীয় সেনা , সিআরপিএফ এবং পুলিশের মিলিত বাহিনী তিনজন জঙ্গির এনকাউন্টার করলো । এটি শুধুমাত্র জুন মাসে ২০ তম এনকাউন্টার ।
আজকের সফল অভিযানে যে তিনজন জঙ্গি মারা গেছে তারা হলেন হিজবুল মুজাহিদিনের কমান্ডোর মাসুদ । যাকে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় এনকাউন্টার করা হয়েছে এবং অন্য দুইজন হল তারিক খান এবং নাদিম যাদের অনন্তনাগ থেকে এনকাউন্টার করা হয়েছে ।
আর এর পর পরই জম্মু কাশ্মীরের ডোডা জেলাকে জঙ্গিমুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে । পুলিশের তরফে জানানো হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি মাসুদ ডোডা জেলার বাসিন্দা । এবং সে ধর্ষণ কেসের আসামী ছিল এবং পলাতক ছিল । যেহেতু মাসুদ ডোডা জেলার একমাত্র জীবিত জঙ্গি ছিল তাই আজকের এনকাউন্টারের পর ডোডা জেলাকে জঙ্গিমুক্ত এলাকা ঘোষণা করা হল ।
এবিষয়ে আপনার মতামত জানাতে নীচে কমেন্ট করুন
ভিডিওতে দেখুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন