বিরাট খবর CBSE বোর্ড পরীক্ষা বাতিল করল , আমাদের রাজ্যে কি উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ?
cbse-cancels-board-exams-for-remaining-papers


cbse-cancels-board-exams-for-remaining-papers : এইমাত্র পাওয়া খবর অনুসারে CBSE সুপ্রিম কোর্টকে জানিয়েছে তারা বাকি থাকা বোর্ড পরীক্ষাগুলি বাতিল করছে । যে পরীক্ষাগুলি ১ ই লা জুলাই থেকে ১৫ ই জুলাই নেওয়ার কথা ছিল । 

সিবিএসই জানিয়েছে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে । তখন পরীক্ষা নেওয়া হবে । 

এবিষয়ে বলে রাখা ভালো পশ্চিমবঙ্গেরও উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি রয়েছে । শিক্ষাদপ্তরের ঘোষণা অনুসারে সেই পরীক্ষাগুলি আগামী ২ জুলাই , ৬ ই জুলাই এবং ৮ ই জুলাই নেওয়ার কথা । 

এখন দেখার বিষয় CBSE বোর্ডের এই সিদ্ধান্তের পর আমাদের রাজ্য কি সিদ্ধান্ত নেই ? পরীক্ষা কি বাতিল করা হবে ? নাকি পূর্বের ঘোষণামত পরীক্ষা নেওয়া হবে ?

এবিষয়ে আপনার কি মতামত ? পরীক্ষা কি নেওয়া উচিত ? নীচে কমেন্ট করে জানান !

খবরটি এইমাত্র পাওয়া গেছে । বিস্তারিত আসছে । 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post