এই রাজ্যে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হল এক্ষুনি চেক করুন
assam class 10 result online : করোনা ভাইরাস যখন মহামারীর রুপ নিয়েছে । যেখানে একদিনে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সেইসময় আসাম রাজ্যে প্রকাশিত হল দশম ক্লাসের রেজাল্ট । আসাম HSLC বোর্ড শনিবার সকাল ৯ টায় এই রেজাল্ট প্রকাশের কথা জানায় । তবে রেজাল্ট শুধুমাত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে । যেহেতু করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ বন্ধ রয়েছে তাই সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেইকারনে শুধুমাত্র অনলাইনেই এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে ।
ছাত্র ছাত্রীরা তাদের রোল নাম্বার দিয়ে নিজের রেজাল্ট দেখতে পাবেন এবং ডিজিটাল মার্কশিট ডাউন লোড করতে পারবেন । ছাত্রছাত্রীরা নিচের দেওয়া ওয়েবসাইট গুলি থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন ।
এছাড়া মোবাইলে SMS এর মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে । এর জন্য SMS এ নিচের ফরম্যাটে লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 57766 নম্বরে
SEBA20<space>roll number
এছাড়া নিচের দেওয়া ওয়েবসাইট গুলো থেকেও ছাত্র ছাত্রীরা তাদের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন -
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন