অপেক্ষার অবসান , খুলছে কালীঘাটের মন্দির ! জানুন কবে ?

after a long time Kalighat temple is opening Know when


after a long time Kalighat temple is opening Know when ? : করোনার জন্য প্রায় দীর্ঘ তিন মাস বন্ধ ছিল একাধিক মন্দির যেমন দক্ষিণেশ্বরের মন্দির ,  কালীঘাট ,  বীরভূমের তারাপীঠ এবং আরও এমনই একাধিক মন্দির কিন্তু কিছুদিন আগে দক্ষিণেশ্বর এবং তারাপীঠের মন্দির খোলা হলেও , খোলা হয়নি কালীঘাটের মন্দির

    তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে , খুলতে চলেছে কালীঘাটের মন্দিরও । দীর্ঘদিন পর আবার মায়ের দর্শন পাওয়া যাবে । মন্দিরে কিছুদিন ধরে চলছিল স্যানিটাইজেশনের কাজ তখন থেকেই বোঝা যাচ্ছিল হয়তো কিছুদিনের মধ্যে মন্দির খোলা হবে তবে মন্দির খোলা হলেও কিছু নিয়ম থাকবে সমস্ত মানুষের কাছে  সেই নিয়ম বিধি মেনেই সাধারণ মানুষ পুজো দিতে পারবে

     মন্দির খোলা হলেও মন্দিরের গর্ভগৃহ খোলা হবে না এখন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে এই লকডাউন তিনমাস সবথেকে সমস্যার মধ্যে পড়েছে মন্দিরের পুরোহিত, মন্দিরের ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত যারা এবং একজন করে দর্শনার্থীকে ভিতরে নিয়ে গিয়ে পুজো দেওয়ান অর্থাৎ পান্ডারা সবথেকে সমস্যার মধ্যে পড়ে ছিলেন  সমস্ত পুরোহিত তিন মাস এই লকডাউন দাঁতে দাঁত চেপে বসে থেকেছেন মন্দির থেকে তাদের যে প্রতিদিনের আয় সেসব বন্ধ ছিল এই লকডাউনএর কারণে এবার সমস্ত বিধিনিষেধ মেনে মন্দির খোলা হচ্ছে যেহেতু এখনো আমরা এই মহামারী থেকে বেরিয়ে আসতে পারিনি তাই সোশ্যাল ডিসটেন্স মেনে হবে পুজো মাক্স পড়া হবে বাধ্যতামূলক  এবং মন্দির খোলার আগে চলছে স্যানিটেশনের কাজ

      জানা যাচ্ছে আগামী পয়লা জুলাই থেকে খোলা হবে কালীঘাটের মন্দির । ১লা জুলাই থেকে মন্দির খোলার খবরটি ছোট ব্যবসায়ী পুরোহিতদের কাছে অত্যন্ত সুখবর এই খবরটি ব্যবসায়ীদের মুখে হাসি ফিরিয়ে এনেছে যারা এই মন্দিরকে ঘিরে প্রতিদিনের একটি রোজগার হতো তাদের আবার আগের মত রোজগার হবে এই আশায় বুক বাঁধছেন অনেকেই ।

      লকডাউন চলাকালীন দর্শনার্থী না থাকলেও  নিয়ম মেনে প্রত্যেকদিন মায়ের পুজো হতো কিন্তু সব মানুষের প্রবেশ নিষেধ ছিল শুধুমাত্র যাদেরকে খুব প্রয়োজন তারাই মায়ের কাজকর্ম করতো    যেমন মায়ের ভোগ রান্না করার জন্য লোক ,  ভোগ নিবেদন করার জন্য লোক ,  মাকে নিয়মিত পরিষ্কার করার জন্য লোক এবং পুজো দেওয়ার জন্য পুরোহিত এরকমই ছোট ছোট কাজের জন্য কিছু জন মন্দিরেই থাকতো তাই দেশ লকডাউনে থাকলেও ,  মায়ের পুজোতে কোনদিনও লকডাউন হয়নি সব দিন আচার মেনেই ,  নিয়ম সূচী মেনেই মায়ের পুজো হয়েছে

     করোনা জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনে , পুরো মন্দির স্যানিটেশন করে,গেটের মুখে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এবং বাধ্যতামূলকভাবে মাক্স ব্যবহার করতে হবে পূজারীদের ,তবে মন্দিরে প্রবেশ করতে পারবে সমস্ত দিক নজর রেখে সাধারণ মানুষের কথা ভেবে ব্যবসায়ীদের কথা ভেবে এবং পুরোহিতদের কথা ভেবে আগামী ১লা জুলাই থেকে খোলা হবে কালীঘাটের মন্দির

খবরটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন । কমেন্টে লিখুন জয় মা !


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post