সরকারী কর্মচারীদের
বেতন নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন অনুব্রত মণ্ডল
Anubrata Mondal gave exclusive information about the salaries of government employees : বর্তমান করোনা
এবং লকডাউনের জেরে অর্থনীতি প্রায় বিধ্বস্ত । আর এই পরিস্থিতিতে দাড়িয়ে সরকারের আয়
প্রায় তলানিতে এসে ঠেকেছে । এবং সেই অভাব পূরণ করতে বিভিন্ন রাজ্যে সরকারি কর্মচারীদের
বেতনের উপর কোপ পরেছে ।
কেরলের ঘটনায়
ধরা যাক । বেতন কাটার বিরুদ্ধে সরকারি কর্মচারীরা হাইকোর্টে যায় । সেখানে তাদের জয়
হলেও কেরল সরকার একটি অন্তর্বর্তীকালীন অর্ডিনান্স জারি করে । তেলেঙ্গানাতেও সরকারি
কর্মচারীদের বেতনের উপর কোপ পরে ।
কিন্তু পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী বিভিন্ন সাংবাদিক সম্মেলনে একথা জোরের সঙ্গে ঘোষণা করেছেন করোনা পরিস্থিতিতে
রাজ্যের অর্থভাণ্ডার এর অবস্থা শোচনীয় হলেও তারা সরকারী কর্মচারীদের বেতন কাটেননি এবং
কাটার কথা ভাবছেনও না ।
আর এবার সেই সুরেই
সুর মেলালেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল । তৃনমূলের একটি সভায় তিনি সরকারী কর্মচারীদের
বেতন নিয়ে কিছু বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন । এবিষয়ে তিনি বিভিন্ন রাজ্যের কথা তুলে
ধরেছেন ।
তিনি বলেছেন এটা
অবাক করার বিষয় কেরল , তেলেঙ্গানা , হারিয়ান , মহারাষ্ট্র , মধ্যপ্রদেশ , ছত্তিশগড়
রাজ্য সম্পূর্ণ বেতন দিতে পারেনি । এমনকি যোগীর রাজ্য উত্তরপ্রদেশেও বেতন হয়নি । কিন্তু
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই কঠিন পরিস্থিতিতেও এক তারিখের মধ্যে
সকল স্তরের কর্মীদের বেতন দিয়ে চলেছেন ।
মঞ্চ থেকে সরাসরি
তিনি সভায় উপস্থিত এক শিক্ষকের কাছে জানতে চান তিনি বেতন পাচ্ছেন কিনা ? এবং সেই বেতন
কত তারিখে আকাউন্টে আসে ? উত্তরে সেই শিক্ষক জানায় যে পয়লা তারিখে বেতন হয় । এরপর তৃনমূল
নেতা অনুব্রত মণ্ডল জানান অন্য রাজ্যে বেতন কাটলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
ব্যানার্জী সব মানুষ সব শ্রেণি যারা যেখানে কাজ করেন তাদের মাইনে এক তারিখে দিয়ে চলেছেন
।
আপনার মতামত কমেন্টে জানান
অনুব্রত মণ্ডল কি বললেন ভিডিওতে দেখুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন