ভাষা সন্ত্রাসকে বটবৃক্ষে পরিনত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাহুল
গত শুক্রবার মুখ্যমন্ত্রী রাজ্যে ভাষাসন্ত্রাস না করা নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে আবেদন রাখেন । আর এবার সেই কথাকেই কেন্দ্র করে বিজেপি নেতা রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন ।
তিনি বলেছেন এই রাজ্যে যদি কেউ ভাষা সন্ত্রাস করে থাকেন তাহলে সে হল বামফ্রন্ট ! এবং সেই ভাষা সন্ত্রাস কে বটবৃক্ষে পরিনিত করেছেন মমতা ব্যানার্জী এবং তৃনমূল কংগ্রেসের নেতারা ।
রাহুল সিনহার অভিযোগ তৃনমূল কংগ্রেসের নেতারায় হল ভাষা সন্ত্রাসের কাণ্ডারি । তারাই ভাষা সংযমতা হারিয়ে কুভাষা প্রয়োগ করে সমস্ত করেছেন । সেইকারনের জন্য তিনি মমতা ব্যানার্জিকে বলেছেন তার মুখে ভাষা সন্ত্রাসের কথা মানায় না । এটা হাস্যকর ।
তাঁর কারন হিসাবে তিনি বলছেন যিনি ভাষা সন্ত্রাসকে বটবৃক্ষে পরিনত করেছেন তিনিই আজ ভাষা সন্ত্রাসের জন্য অন্য গাল দিচ্ছেন । এটা বড়ই হাস্যকর ।
রাহুল সিনহার বক্তব্য শুনুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন