ভাষা সন্ত্রাসকে বটবৃক্ষে পরিনত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাহুল
Speaking about Language terrorism does not suit CM mamata banerjee rahul sinha says



গত শুক্রবার মুখ্যমন্ত্রী রাজ্যে ভাষাসন্ত্রাস না করা নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে আবেদন রাখেন । আর এবার সেই কথাকেই কেন্দ্র করে বিজেপি নেতা রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন । 

তিনি বলেছেন এই রাজ্যে যদি কেউ ভাষা সন্ত্রাস করে থাকেন তাহলে সে হল বামফ্রন্ট ! এবং সেই ভাষা সন্ত্রাস কে বটবৃক্ষে পরিনিত করেছেন মমতা ব্যানার্জী এবং তৃনমূল কংগ্রেসের নেতারা । 

রাহুল সিনহার অভিযোগ তৃনমূল কংগ্রেসের নেতারায় হল ভাষা সন্ত্রাসের কাণ্ডারি । তারাই ভাষা সংযমতা হারিয়ে কুভাষা প্রয়োগ করে সমস্ত করেছেন । সেইকারনের জন্য তিনি মমতা ব্যানার্জিকে বলেছেন তার মুখে ভাষা সন্ত্রাসের কথা মানায় না । এটা হাস্যকর । 

তাঁর কারন হিসাবে তিনি বলছেন যিনি ভাষা সন্ত্রাসকে বটবৃক্ষে পরিনত করেছেন তিনিই আজ ভাষা সন্ত্রাসের জন্য অন্য গাল দিচ্ছেন । এটা বড়ই হাস্যকর । 


রাহুল সিনহার বক্তব্য শুনুন

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post