চাইনিজ খাবার বিক্রি করা রেস্তোঁরাগুলিকে নিষিদ্ধ করা উচিত হাস্যকর দাবী কেন্দ্রীয় মন্ত্রীর
Restaurants selling Chinese food should be banned says Union Minister Ramdas Athawale : দেশে চীন বিরোধী
হাওয়া উঠেছে । চিনের জিনিস বয়কট করা হোক দেশের একটি বেশিরভাগ মানুষ আওয়াজ তুলেছে ।
গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন সেনা শহিদ হওয়ার পর থেকে আগুনে ঘৃতাহুতি ঘটেছে । সকলেই
নিজের মত করে চীনের জিনিস বয়কট করার চেষ্টা করছেন ।
কেউ বলছেন চাইনিজ
ফোন ব্যান করা হোক । তো কেউ আবার চাইনিজ অ্যাপ নিজের মোবাইল থেকে ডিলিট করে নিজের দেশপ্রেম
জাহির করছেন । এমতাবস্তায় দেশের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে আজব দাবী করলেন
।
সংবাদসংস্থা
ANI এর একটি রিপোর্ট অনুসারে রামদাস আথাওয়ালে বলেছেন চাইনিজ খাবার বিক্রি করা রেস্তোঁরাগুলিকে নিষিদ্ধ করা উচিত । এবং একইসাথে তিনি জনগণের কাছে আবেদন রেখেছেন চাইনিজ খাবার খাওয়া থেকে বিরত
থাকুন ।
আর তারপরেই ঝড়
উঠেছে টুইটারে । অনেকেই এই প্রস্তাবকে হাস্যকর মনে করেছেন । কারন দেশে যারা চাইনিজ
খাবার তৈরি করে তারা কেউই চীনের মানুষ নন ।বা এর সাথে চীনের কোন যোগাযোগই নেই । চীনের
খাবার যারা বানায় তারা সকলেই ভারতীয় । তাই চাইনিজ খাবার বয়কট করে চীনের কোন ক্ষতি হবে
না , ক্ষতি হবে ভারতের জনগণেরই ।
দেশের যেসকল মানুষ
রেস্টুরেন্টের পেশায় যুক্ত । এবং যারা চাইনিজ খাবার তৈরি করেন যদি চাইনিজ খাবার বয়কট
করা হয় তাহলে ক্ষতিগ্রস্থ হবে তারাই ।
তাই বেশিরভাগ
মানুষই কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে প্রস্তাবকে উদ্ভট বলে উড়িয়ে দিয়েছেন ।
এবিষয়ে আপনার কি মত ? নীচে কমেন্ট করুন
Restaurants selling Chinese food should be banned. I appeal to people to boycott Chinese food: Union Minister Ramdas Athawale pic.twitter.com/PoY0Udfule
— ANI (@ANI) June 18, 2020
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন