চিনের সংস্থাকে
বয়কট করলো ভারতীয় রেল
Indian Railways boycotts Chinese company : সারা দেশে এখন
বয়কট চিনের আওয়াজ উঠেছে ।গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর দেশে চিনের
বিরুদ্ধে ক্ষোভ বেরেছে ।বিভিন্ন জায়গায় চিনের দ্রব্য পুড়িয়েও বয়কট চিনের আওয়াজ উঠছে
।
তারই মাঝে ভারতীয়
রেলে চিনের এক কোম্পানিকে ৪৭১ কোটি টাকার দেওয়া বরাত বাতিল করল । বাতিলের কারন হিসাবে
যদিও বলা হচ্ছে কোম্পানিকে দেওয়া কাজের অগ্রগতি একেবারেই হয়নি তাই এই বরাত বাতিল করা
হয়েছে । যদিও অনেকে এটাকে বয়কট চিনের পক্ষে ভারতীয় রেলের পদক্ষেপ হিসাবে দেখছেন ।
২০১৬ সালে Beijing
National Railway Research and Design Institute of Signal and Communication
Group কে ৪৭১ কোটি টাকার একটি বরাত দেয় । সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশনের কাজে পূর্ব
রেলওয়ের কানপুর এবং মুঘলসরাইয় স্টেশনের মধ্যে ৪১৭ কিমি এলাকায় কাজের বরাত দেওয়া হয়
।
২০২০ সালের মধ্যে
সম্পূর্ণ কাজ শেষ করার কথা ছিল । কিন্ত এখনও পর্যন্ত মাত্র ২০% কাজ সম্পূর্ণ হয়েছে
। এবং সেইকারনেই এই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল ।
এবিষয়ে আপনার কি মত ? নীচে কমেন্ট করুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন